রোববার , ২০ এপ্রিল ২০২৫
Sunday , 20 April 2025
২১ শাওয়াল ১৪৪৬

প্রকাশিত: ০৭:৩৫, ২৩ মার্চ ২০২৫

শাহজালাল মসজিদে ইফতার ইভেন্ট ‘টেইস্ট রামাদান’ অনুষ্ঠিত

শাহজালাল মসজিদে ইফতার ইভেন্ট ‘টেইস্ট রামাদান’ অনুষ্ঠিত

ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী শাহজালাল মসজিদে মুসলিম-অমুসলিম কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি ও দূরত্ব নিরসনের লক্ষ্যে এবং অমুসলিম কমিউনিটির সামনে ইসলামের সুমহান সৌন্দর্য তুলে ধরার প্রয়াসে আয়োজন করা হয় ভিন্নধর্মী কমিউনিটি ইফতার ইভেন্ট ‘টেইস্ট রামাদান’।

শনিবার [২২ মার্চ ২০২৫] অনুষ্ঠিত এ আয়োজনে অনেক নন-মুসলিম প্রতিবেশী, চার্চের প্রতিনিধি, লোকাল কাউন্সিলরগণ সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হন। 

ম্যানচেস্টার শাহজালাল মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আশিক মিয়ার সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মারুফ খানের উপস্থাপনায় মসজিদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় রামাদানের তাৎপর্য ও বিভিন্ন কমিটির পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন শাহজালাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা খায়রুল হুদা খান, গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ্ব মান্নান খান, সী-মার্কের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কামাল আহমেদ প্রমুখ। 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টারস্থ বাংলাদেশ সরকারের সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি আবু সালেহঃ মোঃ মুসা, সাবেক ডেপুটি লিডার লুৎফুর রহমান ওবিই, কাউন্সিলর আহমদ আলী, কাউন্সিলর রবনাওয়াজ আকবর, কাউন্সিলর জিল লাভসি, মসজিদের ভাইস চেয়ারম্যান লিটন আহমদ চৌধুরী, জিএমবিএর সেক্রটারি ডি এন কোরেশী প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়