শুক্রবার , ০৯ মে ২০২৫
Friday , 09 May 2025
১১ জ্বিলকদ ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

কুড়িগ্রামে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

কুড়িগ্রামে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫
ছবি: সংগৃহীত

কু‌ড়িগ্রামের ফুলবাড়ীতে এক গৃহবধূ (২১) সংঘবদ্ধ ধর্ষ‌ণের শিকার হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জ‌ড়িত থাকার অভিযোগে বৃহস্প‌তিবার ভোর রাতে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা-পু‌লিশ।

গৃহবধূর অভিযোগ ও পু‌লিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর সাথে মইনুল হক (২৩) নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। গত মঙ্গলবার গভীর রাতে মইনুলের সাথে দেখা করতে যান ওই গৃহবধূ। এসময় ম‌ইনুল সহযোগিতায় সংঘবদ্ধ ধর্ষণের শিকান হন ওই গৃহবধূ।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বুধবার ফুলবাড়ী থানায় লি‌খিত অভিযোগ দায়ের করেন। পরে ফুলবাড়ী থানার পু‌লিশ অভিযান চা‌লিয়ে বৃহস্প‌তিবার ভোর রাতে মইনুল হক ও ইয়াকুব আলীসহ ৫ যুবককে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার অপর তিন আসামি হলো—হাসানুর রহমান (২০), সোহেল রানা (২১) ও লাল মিয়া (৪০)। মামলায় অভিযুক্ত অপর দুই আসা‌মি হলো—আতিয়ার রহমান (৩৫) ও আল আমিন (২০)। 

ভুক্তভোগী গৃহবধূর এলাকার ইউপি সদস‌্য আজিমু‌দ্দিন বলেন, ‘গৃহবধূর স্বামীর সাথে দাম্পত‌্য কলহ চলছে। পা‌রিবা‌রিকভাবে তাদের বিচ্ছেদের আলোচনা আছে। তবে তার বিরুদ্ধে অন‌্য কোনো খারাপ অভিযোগ নেই।’

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, অভিযুক্ত আসা‌মিদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সংঘবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত। আসা‌মিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়