দুদকের দুর্নীতির অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক: টিউলিপ
সাবেক ব্রিটিশ লেবার মন্ত্রী টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন, বাংলাদেশি কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে তাঁকে ‘লক্ষ্যবস্তু করে ও ভিত্তিহীন’ প্রচারণা চালাচ্ছে। দুর্নীতি দমন কমিশনকে (দুদক) পাঠানো এক চিঠিতে টিউলিপের আইনজীবীরা বলেছেন, তাঁর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ ‘মিথ্যা ও হয়রানিমূলক’ এবং তদন্তকারীরা কখনোই আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগ তাঁকে জানাননি, কিন্তু সেগুলো গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১৫:১১