শুক্রবার , ২০ জুন ২০২৫
Friday , 20 June 2025
২৩ জ্বিলহজ্জ ১৪৪৬

পঞ্চম দিনেও অচল জাতীয় চক্ষু হাসপাতাল, দুর্ভোগে রোগীরা

পঞ্চম দিনেও অচল জাতীয় চক্ষু হাসপাতাল, দুর্ভোগে রোগীরা

ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল টানা পঞ্চম দিনের মতো বন্ধ রয়েছে। গত ২৮ মে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে চিকিৎসক ও কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় এ অচলাবস্থা শুরু হয়। ফলে প্রতিদিনই শত শত রোগী বিনা চিকিৎসায় ফিরে যাচ্ছেন। রোববারও হাসপাতালে চিকিৎসা সেবা চালু হয়নি। সকাল থেকে বিভিন্ন স্থান থেকে আসা রোগীদের হাসপাতাল চত্বরে অপেক্ষা করতে দেখা গেছে। কেউ এসেছেন নতুন করে চোখের চিকিৎসা নিতে, কেউ ফলোআপের জন্য, আবার কেউবা অপারেশনের নির্ধারিত তারিখে। কিন্তু চিকিৎসক ও নার্স না থাকায় কাউকেই সেবা দেওয়া যাচ্ছে না।

স্বাস্থ্য বিভাগের সব খবর