ঢাকার ব্যবসায়ীরা চাঁদাবাজির ক্রমবর্ধমান চাপে অতিষ্ঠ। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর একাধিক গ্রুপের চাঁদার দাবিতে বিপর্যস্ত তাদের ব্যবসায়িক জীবন। "আগে একজনকে দিতাম, এখন চার-পাঁচজনকে দিতে হয়। কীভাবে ভালো থাকব?" বলছেন ঢাকার এক ব্যবসায়ী জায়েদুল ইসলাম (ছদ্মনাম)। তার দাবি, বিএনপির সংশ্লিষ্টরা মামলার হুমকি দিয়ে গত কয়েক মাসে ১৫ লাখ টাকা আদায় করেছেন।