শুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪
Friday , 13 December 2024
১১ জমাদিউস সানি ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪৬, ৬ আগস্ট ২০২৪

হঠাৎ সচিবালয় ছাড়ছেন কর্মকতা কর্মচারীরা

হঠাৎ সচিবালয় ছাড়ছেন কর্মকতা কর্মচারীরা
ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার (৬ আগস্ট) সহিংস পরিস্থিতি সৃষ্টি হতে পারে ও নিরাপত্তাহীনতায় সচিবালয়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একাধিক কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ (৬ আগস্ট) সকাল ৯টায় অফিস শুরু হয়। এর পর উচ্চপদস্থ অনেক কর্মকর্তা অফিস ছেড়ে পালিয়ে যান। সোয়া ১১টায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।      

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ সচিবলায়ের এক কর্মকর্তা বলেন, আওয়মী সরকারের  বিভিন্ন সচিব-উপ সচিবদের গণপিটুনি দেওয়া হতে পারে। এমন ভয়ে অনেকেই অফিসে আসে নাই।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত তিন দিনের সাধারণ ছুটি পরিবর্তন করে মঙ্গলবার থেকে দেশের সকল স্কুল-কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, কলকারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গতকাল সন্ধ্যায় বঙ্গবভন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি বঙ্গভনের সভায় অনতিবিলম্বে একটি অন্তর্বতীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সকলকে ধৈর্য ও সহনশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে এবং সেনাবাহিনীকে লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়