সোমবার , ০৫ মে ২০২৫
Monday , 05 May 2025
০৭ জ্বিলকদ ১৪৪৬

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

প্রকাশিত: ০৩:০৯, ২ মে ২০২৫

চারঘাটে আন্তঃনগর ট্রেন স্টপেজ দীর্ঘ দিনের দাবি স্থানীয় জনতার মানব

চারঘাটে আন্তঃনগর ট্রেন স্টপেজ দীর্ঘ দিনের দাবি স্থানীয় জনতার মানব

চারঘাটে আন্তঃনগর ট্রেন স্টপেজ দীর্ঘ দিনের দাবি স্থানীয় জনতার মানবন্ধন 

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

রাজশাহীর চারঘাট-বাঘা উপজেলায় আন্তঃনগর ট্রেন স্টপেজ দেওয়ার দীর্ঘ দিনের দাবি স্থানীয় জনতার। অতি শিগ্রই চারঘাট-বাঘা উপজেলার ট্রেন স্টেশনে আন্তঃনগর ট্রেন গুলো সময় মতো স্টপেজ দেওয়ার লক্ষে মানববন্ধন করেছে বিএনপিও স্থানীয়রা। একইভাবে চারঘাটে ৯দফা দাবি নিয়ে মানববন্ধন ও পথ সমাবেশ করেছে বিএনপি ও সাধারন জনতা।

বৃহস্পতিবার সকাল ১০টার সময় চারঘাট উপজেলার নন্দনগাছী রেলওয়ে স্টেশনে জেলা বিএনপি আহবায়ক আবু সাঈদ চাঁদ এর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন চলাকালে একটি লোকাল ও আন্তঃনগর ট্রেন থামিয়ে দাবি জানিয়েছে স্থানীয়রা। ওই সময় উপজেলা বিএনপি উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা আন্তঃনগর ট্রেন থামানোর উদ্দ্যেশে তাদের দাবি তুলে ধরেন।  

ব্রিটিশ থেকেই চারঘাট উপজেলার সারদা ও নন্দনগাছী রেলওয়ে স্টেশনের পরিচিতি। সংশ্লিষ্ট কর্তপক্ষদের সঠিক তদারকি আর অবহেলার কারনে স্টেশনগুলো দুমড়ে-মুচড়ে গেছে অনেক পুরাতন স্থাপনা। দিনবদলে সেবার মানকেও জ¦লানঞ্জলি দিতে হচ্ছে স্থানীয় সুবিধাবঞ্চিদের।  

রাজশাহীর ৯টি উপজেলার মধ্যে সবচেয়ে পিছিয়ে থাকা চারঘাট উপজেলা। এই উপজেলায় ব্রিটিশদের অনেক ইতিহাস রয়েছে। বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা তার একটি জ¦লন্ত নিদর্শন। পাশাপাশি রয়েছে রাজশাহী ক্যাডেট কলেজসহ একটি সরকারী কলেজ ও সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। চারঘাট-বাঘা উপজেলায় প্রায় ৫লক্ষ মানুষের বসবাস। এই দুই উপজেলায় বিসিএস কর্মকর্তা, বিভিন্ন সরকারী দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাসহ আইন শৃঙ্খলা বাহীনিরও অনেক কর্মকর্তা রয়েছেন। এই এলাকার রাজশাহী বিশ^বিদ্যালয়, প্রকৌশলী বিশ^বিদ্যালয়, মেডিকেল কলেজের অনেক শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়সহ অনেক সুনামধণ্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অধ্যায়ন করছে। এসকল দিক গুলো বিবেচনা করলে যোগাযোগ ব্যবস্থাপনায় আন্তঃনগর ট্রেন স্টপেজ এর দাবিদার বলে মনে করছেন জেলা বিএনপি আহবায়ক আবু সাঈদ চাঁদ। 

ওই সময় তিনি বলেন, আন্তঃনগর ট্রেন সিল্কসিটি, সাগরদাঁড়ি, বরেন্দ্র,ঢালারচর এক্সপ্রেস এবং সকল লোকাল ট্রেন, কমিউটার, মেইল ট্রেন নন্দনগাছীতে স্টপেজ দিতে হবে। এছাড়া ৯দফা দাবি গলো হচ্ছে। নন্দনগাছী ট্রেন স্টেশন সংস্কার করতে হবে, লুপ লাইন সংস্কার, রেল স্টেশন পূর্ণনির্মাণ, নিরাপত্তা বৃদ্ধি, রেলের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, আমের মৌসুমে ম্যাংগো স্পেশাল ট্রেন ও শীতের খেজুরের গুড়, আখেল গুড়ের সময় ট্রেন দিতে হবে। নন্দনগাছী রেল স্টেশনের জমিগুলো অধিগ্রঞন করতে হবে এবং এই স্টেশনকে জংশনে রূপ দেওয়ার দাবি জানান। স্থানীয়দের দাবি বাস্তবায়ন না হলে কঠর সর্মসূচী ঘোষনা দেওয়া হবে বলে হুঁশিয়ারী দেয়। 

সর্বশেষ

জনপ্রিয়