বুধবার , ২০ আগস্ট ২০২৫
Wednesday , 20 August 2025
২৫ সফর ১৪৪৭

রাজনীতি বিভাগের সব খবর

একুশে আগস্ট মামলার আসামিদের খালাসের রায়ে আ.লীগের প্রতিক্রিয়া

একুশে আগস্ট মামলার আসামিদের খালাসের রায়ে আ.লীগের প্রতিক্রিয়া

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালতে দণ্ডিত সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে রবিবার (১ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। দলটি রবিবার (১ ডিসেম্বর) রাতে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে দাবি করেছে, ‘সংবিধান, আইন ও সকল বিচারিক রীতিনীতি লংঘন করে সম্পূর্ণ অবৈধভাবে খালাস করে বিচারের পথ বন্ধ করে দেওয়া হয়েছে।’ এ রায়ের প্রতিবাদও জানিয়েছে দলটি।

সোমবার, ২ ডিসেম্বর ২০২৪, ১১:১৭