শুক্রবার , ০৯ মে ২০২৫
Friday , 09 May 2025
১১ জ্বিলকদ ১৪৪৬

প্রকাশিত: ১৩:৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

৫ই মার্চ দারুল হাদীস লাতিফিয়া ফান্ডরেইজিং

৫ই মার্চ দারুল হাদীস লাতিফিয়া ফান্ডরেইজিং

*নর্থওয়েস্টে বাংলাদেশী কমিউনিটির একমাত্র সেকেন্ডারি স্কুল দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের চ্যানেল এস-এ ফান্ডরেইজিং ৫ই মার্চঃ কমিউনিটির সহযোগিতা কামনা*

নর্থ ইংল্যান্ডে দ্রুত বর্ধনশীল মুসলিম কমিউনিটির নতুন প্রজন্মের দ্বীনী শিক্ষা ও আধ্যাত্মিক প্রয়োজনীয়তা পূরণে বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ ২০১২ সালে ওল্ডহ্যামে প্রতিষ্ঠা করেছেন নর্থওয়েস্টে বাংলাদেশী কমিউনিটি পরিচালিত একমাত্র ইসলামিক সেকেন্ডারি স্কুল দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্ট। এ স্কুলে ইয়ার সেভেন থেকে জিসিএসই পর্যন্ত সাধারণ ক্যারিকুলামের সাথে রয়েছে ইসলামী শিক্ষা দান। অত্যন্ত সফলতার সাথে ওফস্টেড রিপোর্টে আউটস্টান্ডিং ফিচারসহ বেশ কয়েকবার মাদরাসাটি মনোনীত হয়েছে ‘গুড’ স্কুল হিসেবে। পাশাপাশি এ মাদরাসায় রয়েছে পার্ট টাইম আলিমী কোর্স। ৭ বছরের এই কোর্সের মাধ্যমে একজন শিক্ষার্থী দাখিল, আলিম, ফাযিল ও কামিল ক্লাসের হাদীস, তাফসীর, ফিকহ, আরবী ও ইসলামী শাস্ত্রের কিতাবাদী অধ্যয়ন করে গড়ে উঠছেন এক জন পূর্ণ আলেম/আলেমা হিসেবে। তাছাড়া হিফয শাখার মাধ্যমে এদেশে বেড়ে ওঠা প্রজন্ম মুখস্থ করছেন সম্পূর্ণ কুরআন, গড়ে উঠছেন হাফিযে কুরআন হয়ে। প্রতি বছর সামার হলিডেতে পরিচালিত দারুল কিরাত কোর্সের মাধ্যমে সহীহ শুদ্ধ কুরআন তিলাওয়াতে সর্বোচ্চ সনদ লাভ করে ইতিমধ্যে কারী হয়েছেন শতাধিক শিক্ষার্থী। 

আর এতসব কিছু সম্ভব হয়েছে নর্থওয়েস্টসহ ইংল্যান্ডে বসবাসরত মুসলিম কমিউনিটির আকুন্ঠ সমর্থন এবং আন্তরিক সহযোগিতার মাধ্যমে। 

সম্প্রতি মাদরাসার মসজিদে ছাত্রদের নামাযের জায়গার অপ্রতুলতার কারণে সম্প্রসারণ করে গড়ে তুলা হয়েছে দৃষ্টিনন্দন মসজিদ। শিক্ষার্থীদের জ্ঞান পিপাসা মেটাতে ব্যবস্থা করা হয়েছে অত্যাধুনিক আইসিটি রুম, পর্যাপ্ত কম্পিউটার এবং স্মার্ট বোর্ডের। এতে মাদরাসার নিয়মিত খরচের পাশাপাশি মাদরাসাকে গুণতে হয়েছে বিশাল অংকের কর্জে হাসানা।

ইংল্যান্ডের জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় আলেমে দ্বীন তৈরীতে নতুন প্রজন্মের জন্য গড়ে ওঠা এ মাদরাসার বিশাল অংকের কর্জে হাসানা আদায়ে কমিউনিটির সহযোগিতার নিমিত্তে আগামী ৫ই মার্চ বুধবার চ্যানেল এস (স্কাই ৭৭৭) এ বিকাল ৫টা থেকে রাতব্যাপী আয়োজন করা হয়েছে এক ফান্ডরেইজিং আপিলের। এতে ইংল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ দানশীল ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেছেন মাদরাসা কর্তৃপক্ষ।

সর্বশেষ

জনপ্রিয়