বুধবার , ২০ আগস্ট ২০২৫
Wednesday , 20 August 2025
২৫ সফর ১৪৪৭

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

প্রকাশিত: ২১:০০, ৯ জুন ২০২৫

রাজশাহীতে ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় ০১ আসামি গ্রেপ্তার

রাজশাহীতে ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় ০১ আসামি গ্রেপ্তার

রাজশাহীতে ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় ০১ আসামি গ্রেপ্তার

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

রাজশাহী মহানগরীতে ১০ লক্ষ ৫০ হাজার ছিনতাইয়ের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা শাখা পুলিশ।  নগরীর বোয়ালিয়া থানা এলাকায় এক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে আঘাত করে টাকা ছিনতাই করে নিয়ে যায়। এই পর্যন্ত মোট ৩ ছিনতাইকারীকে গ্রেফতার হয়েছে। 

সদ্য ডিবির আটককৃত আসামি মোঃ অনিক ইসলাম (২৬)। সে বোয়ালিয়া থানার শিরোইল টার্মিনাল রোড এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে। মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম গতকাল ৭ জুন ২০২৫ সন্ধ্যা ৬ টায় বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ পর্যন্ত এ ঘটনায় মোট ০৩জন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একজন আসামী ঘটনায় জড়িত থাকার বিষয়ে বিজ্ঞ আদালতে স্বীকোরোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন আরএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান। 

সর্বশেষ

জনপ্রিয়