যুক্তরাজ্যে ভ্রমণরত অধ্যক্ষ সাব্বির আহমদ লন্ডনে সংবর্ধিত

যুক্তরাজ্যে সফররত শিক্ষাবিদ ও রোটারিয়ান অধ্যক্ষ সাব্বির আহমদকে পূর্ব লন্ডনে এক প্রীতি সংবর্ধনা সভায় সাদর অভ্যর্থনা জানানো হয়েছে। চিলাউড়া এডুকেশন ট্রাস্ট ইউকে’র আয়োজনে মঙ্গলবার (২৯ জুলাই) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় চিলাউড়া গ্রামের এই কৃতিসন্তানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি আলা উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মছব্বির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সহযোগিতা করেন সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের। সভাটি পরিণত হয় এক মিলনমেলায়—যেখানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তের কমিউনিটি নেতৃবৃন্দ, শিক্ষানুরাগী, সমাজকর্মী, রাজনীতিক, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আতিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সভাপতি আলা উদ্দিন। এরপর সংবর্ধিত অতিথি দয়ামীর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাব্বির আহমদকে ফুল দিয়ে বরণ করেন সংগঠনের সাবেক সভাপতি আংগুর মিয়া, আব্দুল তাহিদ এবং উপদেষ্টা মুতাহার হোসেন তারা মিয়া।
বক্তব্য রাখেন বারজেস হিল কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র তফজ্জুল হোসেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসাইন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন রশীদ, সাংবাদিক-কবি আবু সুফিয়ান চৌধুরী, গুলজার হোসেন গুলফর মিয়া, চন্দন মিয়া, আব্দুর রব প্রমুখ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের বর্তমান স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ট্রাস্টের কোষাধ্যক্ষ সাদিকুর রহমান ইয়াওর মিয়া, আব্দুস শহীন খাঁন, আব্দুস সাত্তার সাজ্জাদ, ইমরান উদ্দিন ও কনর উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ছইল মিয়া, হোসেন আহমদ, রফিকুল আলম হীরন, মুজাহিদ মিয়া, ইমরান আহমদ, সায়েক এম রহমান, শফিউল আলম বাবু, বাদশা মিয়া লস্কর, ইস্তাব উদ্দিন, জুলু মিয়া চৌধুরী, আকিকুর রহমান চৌধুরী জুবেরসহ প্রমুখ।
সংবর্ধনা শেষে অধ্যক্ষ সাব্বির আহমদকে চিলাউড়া এডুকেশন ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় এবং শেষে অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।