ইন্তেকালের সংবাদ

ইন্তেকালের সংবাদ
গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে ম্যানচেস্টারের সেইল নিবাসী,
মিসেস ফাতেমা আক্তার আহসান
গত শনিবার, ২১ জুন ২০২৫, বিকেলবেলা উইদিনশ হসপিটাল, ম্যানচেস্টারে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
বাংলাদেশের ফেনী জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণকারী ফাতেমা আক্তার আহসান ১৯৬৭ সালে তাঁর স্বামী,
কে এম আহসানুল্লাহ (প্রখ্যাত ফার্মাসিস্ট ও ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির একজন সম্মানিত ব্যক্তি)–এর সাথে যুক্ত হয়ে ইংল্যান্ডে আসেন।
তিনি ছিলেন বিশিষ্ট কবি বেলাল চৌধুরী ও খ্যাতনামা সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী–এর ছোট বোন।
ফাতেমা আক্তার আহসান গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশনের সাবকে নির্বাহী সদস্য হিসেবে কমিউনিটির সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
মৃত্যুকালে তিনি রেখে গেছেন –
চার কন্যা, ছয় নাতি-নাতনী, দুই প্রপৌত্রী, ভাই-বোন, বহু ভাতিজা-ভাতিজি, ভাগ্নে-ভাগ্নি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী।
জানাজার নামাজ:
সোমবার, ২৩ জুন ২০২৫
বাদ জোহর, বেলা ১:৪৫ মিনিটে
শাহজালাল মসজিদ, 19 Eileen Grove, Manchester M14 5WE
দাফন:
বেলা ২:৩০ মিনিটে
Southern Cemetery, Nell Lane, Chorlton, Manchester M21 7GR
পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।