মঙ্গলবার , ০১ জুলাই ২০২৫
Tuesday , 01 July 2025
০৫ মুহররম ১৪৪৭

শাহিনুর রহমান - জগন্নাথপুর থেকে

প্রকাশিত: ১৯:৪০, ২০ জুন ২০২৫

ফেয়ার ফেইসিয়ানদের ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী সম্পুর্ন 

ফেয়ার ফেইসিয়ানদের ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী সম্পুর্ন 

ফেয়ার ফেইসিয়ানদের ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী সম্পুর্ন 
১৮ জুন বুধবার  ফেয়ার ফেইস জগন্নাথপুরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। 
সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিনহাজের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত  সাধারণ সম্পাদক মো: আলী আকবরের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আজীবন দাতা সদস্য মকবুল হোসেন ভূঁইয়া সাহেব ফুটবল কোচ রুহুল আমিন রাহুল সাহেব ও হাবিবুর রহমান পাখি সাহেব‌।

স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক  সম্পাদক মুস্তাক উদ্দিন ।
বক্তব্য রাখেন,  ফেয়ার ফেইস জগন্নাথপুরের সহ-সভাপতি শহিদুল ইসলাম  যুগ্ম-সাধারণ সম্পাদক শুয়াইবুর রহমান সুয়েব,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুর রহমান,আফাজ্জুল হোসেন, রাইসুল ইসলাম রিমন, নজরুল ইসলাম প্রকাশ আরো বক্তব্য রাখেন রুকন আহমদ শংকর চন্দ্র মাসুদুর রহমান নুর আলম প্রমুখ

এসময় সংগঠনের কার্যনিবার্হী পরিষদের দায়িত্বশীল সহ উপস্থিত ছিলেন সামাজিক সাংস্কৃতিক, শিক্ষানুরাগী, স্বেচ্ছাসেবী ব্যক্তিবর্গ।

সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিনহাজ বলেন- ফেয়ার ফেইস জগন্নাথপুর প্রতিষ্ঠিত হয়েছিল একটি স্বপ্ন ও লক্ষ্যকে সামনে রেখে। আমাদের উদ্দেশ্য ছিল... সমাজসেবা, শিক্ষা, সংস্কৃতি, মানবিক উন্নয়ন ইত্যাদি। আজ আমরা গর্বিত যে, সংগঠনটি তার কাজ ও প্রচেষ্টার মাধ্যমে সেই লক্ষ্য পূরণের পথে এগিয়ে চলেছে।

এই দীর্ঘ পথচলায় শুরু থেকেই আমাদের সামনে অনেক অনেক কঠিন চ্যালেঞ্জ এসেছে । কিন্তু আমরা একসঙ্গে কাজ করে সেগুলো মোকাবিলা করেছি। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, আজীবন দাতা সদস্য,দাতা সদস্য, সম্পাদকমন্ডলীর অবদান এবং সমর্থনের কারণেই ফেয়ার_ফেইস_জগন্নাপুর  আজ এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি।

আমরা উপজেলাবাসীসহ সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

সর্বশেষ

জনপ্রিয়