বুধবার , ০৬ আগস্ট ২০২৫
Wednesday , 06 August 2025
১০ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:৩৭, ৩ আগস্ট ২০২৫

যানজটে নাকাল রাজধানীবাসী

যানজটে নাকাল রাজধানীবাসী
ছবি: সংগৃহীত

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার। এমনিতেই এই দিনে রাজধানীর সড়কে যানবাহনের চাপ বেশি থাকে। তার ওপর একাধিক রাজনৈতিক দল ও সংগঠনের কর্মসূচিকে ঘিরে আজ সকাল থেকেই নেমে এসেছে যানজটের ছায়া। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে তীব্র ট্রাফিক জট, বিপাকে পড়েন অফিসগামী, পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ।

ছাত্রদল, এনসিপি ও সাইমুম শিল্পীগোষ্ঠীর সমাবেশ ঘিরে রাজধানীর শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় জনসমাগম শুরু হয় সকাল থেকেই। এসব কর্মসূচিতে অংশ নিতে ঢাকায় আসতে থাকেন হাজার হাজার নেতাকর্মী। এতে শাহবাগ, ফার্মগেট, সায়েন্সল্যাব, পল্টন ও শ্যামলীসহ আশপাশের এলাকায় যান চলাচলে দেখা দেয় ধীরগতি।

এদিকে আজ অনুষ্ঠিত হয় এইচএসসি/সমমান ও বিসিএস পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রমুখী শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্য যাত্রীর চাপও যোগ হয় সড়কে। কোথাও কোথাও গণপরিবহন সংকট প্রকট আকার ধারণ করে।

ফার্মগেট এলাকায় বাসের অপেক্ষায় থাকা এক যাত্রী বলেন, ‘বিমানবন্দর যেতে চাই, কিন্তু বাসে উঠার জায়গা নেই। রাস্তায় গাড়িও চলছে না, গরমে কষ্টে আছি।’

শ্যামলীতে দাঁড়িয়ে থাকা এক সিএনজি চালক বলেন, ‘আধা ঘণ্টার বেশি সময় ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছি। গাড়ি সামনে যাচ্ছে না, বিকল্প পথও নেই।’

রাজধানীর বেশিরভাগ এলাকায় দিনভর যানজটের কারণে সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন বহু মানুষ।
 

সর্বশেষ

জনপ্রিয়