দেশের মানুষ যেন জুলুমের রাজ্যে বসবাস করছে: জিএম কাদের

রংপুরের গঙ্গাচড়ায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর সন্ত্রাসী হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তদন্তসাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের ওপর যে পৈশাচিক হামলা হয়েছে, তা সভ্য সমাজে বেমানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যুবক সাম্প্রদায়িক ঘৃণা ছড়িয়েছে তাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা আটক করে আইনের কাছে সোপর্দ করেছে। এমন বাস্তবতায় অকারণে জল ঘোলা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করছে দেশবাসী।’
এ প্রসঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্মম হামলায় আবার প্রমাণ হলো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। শুধু সংখ্যালঘু নয়, এ দেশের কোনো নাগরিকই নিরাপদ নয়।’
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে জিএম কাদের বলেন, ‘দেশে সরকারের প্রচ্ছন্ন সমর্থনে মব ভায়োলেন্স চলছে। তাই, কেউ জানে না, কে কখন এবং কোথায় হেনস্থার শিকার হবেন। যেভাবে দেশে ফ্যাসিস্ট ও ফ্যাসিস্টের দোসর অপবাদ দিয়ে সাধারণ মানুষের ওপর জুলুম–নির্যাতন চলছে, তাতে দেশজুড়ে ভয়ার্ত অবস্থা সৃষ্টি করেছে। এ কারণেই দেশের মানুষ যেন জুলুমের রাজ্যে বসবাস করছে।’
এমন অগ্রহণযোগ্য ও অমানবিক পরিস্থিতি যাতে আর সৃষ্টি না হয়– সেজন্য কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
যুগ্ম মহাসচিব পদ মর্যাদায় জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন। এতে উল্লেখ করা হয়, রংপুরের গঙ্গাচড়ায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর সন্ত্রাসী হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় একইভাবে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।