শুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
Friday , 29 August 2025
০৪ রবিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:২৪, ২৪ আগস্ট ২০২৫

রাজধানীতে চাঁদাবাজির দাপট

১০ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত দাবি

১০ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত দাবি
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরীর ব্যবসায়ীরা চাঁদাবাজির ভয়াবহ চাপে রয়েছেন। সর্বনিম্ন ১০ লাখ থেকে শুরু করে ৫ কোটি টাকা পর্যন্ত চাঁদা দাবি করছে সন্ত্রাসী ও রাজনৈতিক দলের সাথে যুক্ত চক্রগুলো। ভয়ে অনেক ব্যবসায়ী দোকান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।

মিরপুর ১০ নম্বরের বেনারসিপল্লির ব্যবসায়ী সোহেল রানা চাঁদার দাবিতে বারবার হত্যার হুমকি ও মারধরের শিকার হয়েছেন। তিনি জানান, গত মে থেকে জুলাই পর্যন্ত অন্তত ১২ বার তাঁকে হুমকি দেওয়া হয়। পরে মামলা করলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করেনি। বরং থানার এক কর্মকর্তা তাঁকে আসামিদের সাথে ‘মানিয়ে চলার’ পরামর্শ দিয়েছেন।

শুধু সোহেল রানা নন, বেনারসিপল্লির আরও অনেক ব্যবসায়ী চাঁদাবাজদের ভয়ে দোকানে বসছেন না। স্থানীয় দোকান মালিক সমিতি বলছে, হত্যার মামলায় ফাঁসানোর ভয় দেখিয়েও মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যমতে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত রাজধানীর ৫০টি থানায় ৪১৯টি চাঁদাবাজির মামলা হয়েছে। সবচেয়ে বেশি মামলা হয়েছে মতিঝিলে (৮৩টি), এরপর তেজগাঁওয়ে (৭২টি)। মামলাগুলোর বেশিরভাগই ১০ লাখ থেকে ৫ কোটি টাকার দাবিতে করা হয়েছে।

এছাড়া সাবেক সংসদ সদস্য, রাজনৈতিক নেত্রী, এমনকি সাধারণ ব্যবসায়ী ও আইনজীবীরাও চাঁদাবাজির শিকার হয়েছেন। রমনা, গুলশান, তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থের পাশাপাশি চেক নিয়েও অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

ডিএমপির একাধিক কর্মকর্তা জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, তবে অনেকেই পলাতক। এদিকে ভুক্তভোগীরা বলছেন, পুলিশের নির্লিপ্ততায় চাঁদাবাজরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী সরাসরি এই চাঁদাবাজির সঙ্গে জড়িত।

ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার তালেবুর রহমান বলেন, “প্রতিটি ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সর্বশেষ

জনপ্রিয়