সোমবার , ০৫ মে ২০২৫
Monday , 05 May 2025
০৭ জ্বিলকদ ১৪৪৬

মুহাম্মদ শাহেদ রাহমান, লন্ডন 

প্রকাশিত: ০৪:৩৫, ১৭ এপ্রিল ২০২৫

আপডেট: ০৩:৩৩, ১৮ এপ্রিল ২০২৫

লন্ডনে ইউকে হিউম্যানরাইটস ইন্টারন্যাশনাল’ র প্রতিবাদ সমাবেশ 

লন্ডনে ইউকে হিউম্যানরাইটস ইন্টারন্যাশনাল’ র প্রতিবাদ সমাবেশ 

লন্ডনে ইউকে হিউম্যানরাইটস ইন্টারন্যাশনাল’ র প্রতিবাদ সমাবেশ 

মুহাম্মদ শাহেদ রাহমান, লন্ডন 

বাংলাদেশের সাধারণ মানুষের মানবাধিকার লঙ্গন, প্রবাসীদের নিরাপত্তাহীনতা ইত্যাদি কারণে ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তি কালীন সরকারের পদত্যাগ দাবী। 
তাছাড়া দেশব্যাপী মবকিলিং পুলিশ হত্যা, মুক্তিযোদ্ধার গলায় জুতা দিয়ে অপপান, শিক্ষকদের অসম্মান, মেট্ররেল, বিটিভি ভবনে অগ্নি সংযোগ, মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক ধানমন্ডির ৩২ নং বাড়িতে লুটপাট ও সরকারি বোলডোজার ব্যবহার করে বাড়িটিকে মাটির সাথে মিশিয়ে দেয়া ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশব্যাপী রাজনৈতিক নেতানেত্রী ও সাংবাদিক মানবাধিকার কর্মীদের উপর থেকে মিথ্যা মামলাসমূহ প্রত্যাহার ও দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদারের বাড়িঘর, ব্যাবসা প্রতিষ্টানে হামলা ও লুটপাটের প্রতিবাদে লন্ডনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৬ এপ্রিল) লন্ডন সময় সন্ধ্যায় পূর্বলন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ করেছে ‘’ইউকে হিউম্যান রাইট ইন্টারন্যাশনাল’’ নামের যুক্তরাজ্য ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন।

এ সংগঠনের সভাপতি আব্দুল আহাদ চৌধুরীর  সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল আহমদ খানের পরিচালনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বিপুল সংখ্যক ব্রিটিশ বাংলাদেশী নারী-পুরুষ, মানবাধিকারকর্মী, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, রাজনীতিবিদ, শিক্ষক ও ক্রীড়াবিদ অংশ নেন। 

এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন - মানবধিকার কর্মী ডক্টর আনসার আহমদ উল্লাহ, রাজনৈতিক আলতাফুর রহমান মোজাহিদ, শিক্ষক ও ক্রীড়াবিদ সিরাজ উদ্দিন মাষ্টার,  সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, কমিউনিটি এক্টিভিস্ট মিফাতুল নুর, মাহিরুন্নেছা, শামীমা আক্তার শুরবী, সাংবাদিক সুয়েজ মিয়া, জুবায়ের আহমদ, কমিউনিটি এক্টিভিস্ট দিলদার আলী, তানভীর  খান, সংস্কৃতিকর্মী শ্রাবন্তী, সৈয়দ ছরুক আলী, মাহমুদ আলী, মামুন কবির চৌধুরী, আবু লেইছ ও আব্দুস সালাম প্রমুখ।

এ সমাবেশে বক্তারা বলেন - এভাবে মাসের পর মাস মানবাধিকার লঙ্গন করে বাংলাদেশে নির্বাচিত সরকার ছাড়া এই সরকারের ক্ষমতায় থাকার কোন আইনী অধিকার নাই। 

বক্তারা আরো বলেন, ড. ইউনুস ও তার অনুসারীরা সাজাপ্রাপ্ত জঙ্গিসংগঠন জেএমবি, আনসারুল্লা বাংলাটিমের সাজাপ্রাপ্ত জঙ্গি ও দুধর্ষ অপরাধীদের কারাগার থেকে মুক্ত করে দিয়েছে। দেশে নতুন করে আবার সংগঠিত হতে শুরু করেছে বিশ্বব্যাপী নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরির, অন্যান্য দাগী সন্ত্রাসী ও জঙ্গিরা। এতে প্রতিয়মান হয় ড. ইউনুস বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার পায়তারা করছে।

সর্বশেষ

জনপ্রিয়