যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদ গ্রেটার ম্যানচেস্টার শাখার আয়োজনে জাতীয় শোক দিবস উদযাপন

বাংলার ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক ও কলঙ্কিত অধ্যায় ১৫ আগস্ট, যেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। সেই কালো দিনের স্মৃতিকে ধারণ করে, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তির চেতনাকে প্রবাসী প্রজন্মের মাঝে জাগ্রত রাখতে যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদ গ্রেটার ম্যানচেস্টার শাখার উদ্যোগে আয়োজিত হলো জাতীয় শোক দিবসের আলোচনা সভা।
সোমবার (২৫ আগস্ট) জিএমবিএ এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত 'চেতনায় বঙ্গবন্ধু' শীর্ষক এই সভায় প্রবাসী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ একত্রিত হয়ে বঙ্গবন্ধুর জীবন, দর্শন ও বাংলাদেশ রাষ্ট্র গঠনে তাঁর অবিনশ্বর অবদানকে স্মরণ করেন।
অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদ গ্রেটার ম্যানচেস্টার শাখার সভাপতি রুহুল আমীন চৌধুরী মামুন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খোরশেদ আহমেদ প্রবাল। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলীমুজ্জামান।
আলোচনায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। ধানমন্ডির ৩২ নম্বরের সেই ভয়াল হত্যাকাণ্ড শুধু একজন মানুষকে হত্যার ষড়যন্ত্র ছিল না, বরং বাংলাদেশকেই পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার এক ঘৃণ্য প্রয়াস। তবে তারা জোর দিয়ে বলেন, বঙ্গবন্ধুর অবিনশ্বর চেতনা ও মৃত্যুঞ্জয়ী আদর্শ কোনো হত্যার মাধ্যমে নিঃশেষ করা সম্ভব নয়।
আলোচনায় অংশ নিয়ে গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সুরাবুর রহমান বলেন, “আজও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে। তাই স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।”
সাধারণ সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তফা বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, “স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করছে। আমাদের দায়িত্ব সত্য ইতিহাসকে প্রজন্মের কাছে তুলে ধরা।”
ব্যারিস্টার ওহিদুর রহমান টিপু বলেন, “বাংলাদেশের জন্মের ইতিহাস মুছে ফেলার জন্য বারবার চেষ্টা হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু মানেই স্বাধীন বাংলাদেশ—এ সত্য কোনোদিন মুছে যাবে না।”
এছাড়া সভায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক রুহুল আমীন রুহেল, সহ-সভাপতি নাসের খাঁন সুয়েব, বুরহান আহমদ, উপদেষ্টা জাওয়াদ ইকবাল মজুমদার, ডা. আলাউদ্দিন শান্ত, এবং ওল্ডহ্যাম যুবলীগের সভাপতি ও মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ সাদেক আহমেদ। তারা সবাই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে স্বাধীনতার সপক্ষের শক্তিকে সুসংগঠিত করার আহ্বান জানান।
আলোচনায় শহীদ মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ আবুল বাশার বাহার বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সাংস্কৃতিক পরিবেশনায় নাজমা ইয়ামিন বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন। এ ছাড়া কবিতা আবৃত্তি করেন ইফতা মিতুল ও চয়ন দাস।
আলোচনায় আরও বক্তব্য দেন ফোকাস টিভির সিইও আমিনুল হক ওয়েছ, গবেষক স্যামুয়েল ডেইল, রোকসানা পারভীন, মুস্তায়িন রাসেল, সৈয়দ ইমরান হোসেইন, মো. মনির হাওলাদার প্রমুখ। তারা সবাই বঙ্গবন্ধুর জীবনদর্শনকে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির মূল অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।