শুক্রবার , ২০ জুন ২০২৫
Friday , 20 June 2025
২৩ জ্বিলহজ্জ ১৪৪৬

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ০২:২১, ৪ জুন ২০২৫

৪ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল, তালিকায় শেখ মুজিবও

৪ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল, তালিকায় শেখ মুজিবও

মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিকের (তৎকালীন এমএনএ ও এমপিএ) বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করা হয়।

নতুন এই অধ্যাদেশ অনুযায়ী, এসব নেতাদের ‘মুক্তিযোদ্ধা’ পরিচয়ের পরিবর্তে এখন ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। শুধু প্রবাসী সরকারের নেতৃত্ব নয়, আরও চারটি শ্রেণির মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করে তাদেরকেও একই পরিচয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই চার শ্রেণির মধ্যে রয়েছেন—
১. বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে ভূমিকা রাখা পেশাজীবীরা,
২. প্রবাসী বাংলাদেশ সরকারের অধীন কর্মকর্তা-কর্মচারী ও সহকারীরা,
৩. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, কলাকুশলী ও মুক্তিযুদ্ধকালীন সাংবাদিকরা,
৪. স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২ অনুযায়ী এ সকল ব্যক্তি পূর্বে বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত ছিলেন। নতুন অধ্যাদেশ কার্যকরের মাধ্যমে তাদের সেই মর্যাদা বাতিল করা হয়েছে।

আইন মন্ত্রণালয় সূত্র জানায়, মুক্তিযোদ্ধা সংজ্ঞা ও শ্রেণিবিন্যাসে বড় ধরনের পরিবর্তন এনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) প্রস্তাবিত খসড়ার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ১৫ মে উপদেষ্টা পরিষদ অধ্যাদেশের খসড়া অনুমোদন দেয়, যা পরে যাচাই-বাছাই করে রাষ্ট্রপতির সম্মতিক্রমে অধ্যাদেশ আকারে প্রকাশ করা হয়।

অধ্যাদেশে ‘বীর মুক্তিযোদ্ধা’ ও ‘মুক্তিযুদ্ধ’ শব্দ দুটির সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে কেবলমাত্র ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর ১৯৭১ পর্যন্ত সময়ে সরাসরি সশস্ত্র যুদ্ধ, প্রশিক্ষণ, বা সম্মুখ সমরে যুক্ত ব্যক্তিরাই বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবেন।

এই সিদ্ধান্তে মুক্তিযুদ্ধকালীন রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা অবমূল্যায়িত হচ্ছে বলে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মুক্তিযুদ্ধ ছিল একটি সর্বজনীন গণযুদ্ধ, যেখানে সামরিক, রাজনৈতিক ও কূটনৈতিক নেতৃত্ব ছিল অবিচ্ছেদ্য অংশ।

সর্বশেষ

জনপ্রিয়