মঙ্গলবার , ০১ জুলাই ২০২৫
Tuesday , 01 July 2025
০৫ মুহররম ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫৩, ২৯ জুন ২০২৫

যে রোগে আক্রান্ত জোভান

যে রোগে আক্রান্ত জোভান
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে এক জটিল দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। শনিবার (২৮ জুন) দিবাগত রাতে নিজের সামাজিকমাধ্যমে দেওয়া একটি পোস্টে এ তথ্য নিজেই জানান তিনি।

জোভান লেখেন, তিনি দীর্ঘদিন ধরে মাইগ্রেন রোগে আক্রান্ত। এই অসুখের যন্ত্রণার কথা শেয়ার করতে গিয়ে তিনি মাইগ্রেনে আক্রান্ত ব্যক্তিদের জন্য বাড়তি সহানুভূতি এবং যত্নবান হওয়ার আহ্বান জানান।

একটি ছবির সঙ্গে নিজের পোস্টে জোভান বলেন, ‘আমার মাইগ্রেন আছে, আমার সাথে ভালো ব্যবহার করুন। আমরা ভালো থাকিই-বা কয়দিন?’

পোস্টে নিজের কষ্টের বিস্তারিত জানিয়ে তিনি বলেন, ‘বেশি গরমে মাথা ব্যথা করে, আবার বেশি ঠান্ডাতেও মাথা ব্যথা করে। এখন বর্ষাকাল, এমনকি বৃষ্টির পানিও মাথায় পড়লে ব্যথা হয়। রোদ, আগুনের তাপ, চোখে আলো পড়া, উচ্চ শব্দ—সব কিছুতেই মাইগ্রেন বেড়ে যায়। একটু কিছু হলেই ব্যথা চলে আসে।’

জোভান আরও লেখেন, ‘তাই বলছি, যাদের মাইগ্রেন আছে তাদের একটু স্পেশাল কেয়ার করা উচিত। আমাদের জীবনে শান্তির সময়টা খুবই কম।’

তার এই খোলামেলা বার্তা সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। অনেকেই তার এই রোগের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং মাইগ্রেনে আক্রান্ত ব্যক্তিদের প্রতি সচেতনতা বাড়ানোর জন্য তাকে ধন্যবাদ জানান।

ফারহান আহমেদ জোভান ২০১১ সালে বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে পা রাখেন। এরপর ২০১৩ সালে আতিক জামানের পরিচালনায় ‘ইউনিভার্সিটি’ নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। টেলিভিশন নাটকে একের পর এক সফল কাজের মাধ্যমে তিনি অল্প সময়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন।
 

সর্বশেষ

জনপ্রিয়