মঙ্গলবার , ০১ জুলাই ২০২৫
Tuesday , 01 July 2025
০৫ মুহররম ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪০, ১৮ জুন ২০২৫

টানা বৃষ্টিতে ভোগান্তিতে ঢাকাবাসী

টানা বৃষ্টিতে ভোগান্তিতে ঢাকাবাসী
ছবি: সংগৃহীত

বর্ষা শুরু হতে না হতেই তার প্রভাব পড়েছে জনজীবনে। তীব্র গরম থেকে কিছুটা রেহাই মিললেও টানা বৃষ্টিতে ঢাকার কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে নগর জীবনে নেমে এসেছে দুর্ভোগ। বৃষ্টির কারণে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছেন অনেক বাসিন্দা। 

গতকালের মতো বুধবার (১৮ জুন) ভোরেও রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকরা ঘর থেকে বের হয়েই পড়ছেন দুর্ভোগে। এছাড়া বৃষ্টি অব্যাহত থাকলে পুরো ঢাকায় জলাবদ্ধতা সৃষ্টি শঙ্কা রয়েছে বলে জানায় নগরবাসী।

ধানমন্ডির ঝিগাতলার নতুন রাস্তার বাসিন্দা নিলয়। তিনি বলেন, ‘সকাল থেকে থেমে থেকে গুঁড়িগুঁড়ি, আবার কখনো ঝুম বৃষ্টি হচ্ছে। সকালে ভিজতে ভিজতে অফিসে গিয়েছি। এখন আবার ভিজতে ভিজতে এলাম। এতে ঠান্ডা-জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে।’ 

তিনি বলেন, ‘যেভাবে বৃষ্টি হচ্ছে, এমন চলতে থাকলে নতুন রাস্তায় কোমর পর্যন্ত পানি উঠতে দেরি হবে না। এতে ভোগান্তি আরও বাড়বে।’

কলেজ পড়ুয়া ছাত্রী রিংকি। বৃষ্টিতে ভিজতে ভিজতে কলেজ শেষ করে যাচ্ছেন বাসার দিকে। যদিও সে বৃষ্টিতে ভেজা আনন্দের সঙ্গে উপভোগ করছেন বলে মনে হলো। কখনো দুই হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির ছোঁয়া নিচ্ছেন, আবার কখনো দুই হাতে বৃষ্টির পানি ধরে আলতো করে মুখে দিচ্ছেন। 

রিংকি জানান, ‘আমার বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে। বাসায় গেলে মা বকবেন ঠিকই, তবুও বৃষ্টিতে ভিজেছি।’ 

ভিন্ন চিত্র খেটে খাওয়া মানুষের। বৃষ্টি তাদের জন্য চরম দুর্ভোগের। কয়েকজন রিকশাচালক রাস্তার পাশে রিকশা রেখে বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করতে আশ্রয় নিয়েছেন দোকানের ছাউনিতে। 

কথা হয় রিকশাচালক হামিদের সঙ্গে। তিনি বলেন, বৃষ্টিতে লোকজন বাসার বাইরে কম বের হয়। ভাড়াও কম হয়। রিকশার চাকা ঘুরলে তবেই কপালে খাবার জোটে। কিন্তু কয়েকদিন ধরে যে বৃষ্টি শুরু হয়েছে, এরকম চলতে থাকলে কপালে খাবার জুটবে কিনা জানি না।’

স্থানীয় বাসিন্দা শাহিনুর রহমান বলেন, ‘প্রতি বছর বর্ষায় নগরে জলবদ্ধতা তৈরি হয়। যে বৃষ্টি শুরু হয়েছে তাতে এবারও তাই হবে। একদিন বৃষ্টি হলেই রাস্তাঘাট নদী হয়ে যায়। বাসা থেকে বের হতে পারি না। সিটি করপোরেশন শুধু আশ্বাস দেয়, কিন্তু কোনো উদ্যোগ নেই।’

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, ‘আগামী কয়েকদিন সারাদেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কারণ দেশের উপর মৌসুমী বায়ু সক্রিয়। এছাড়া দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। যার ফলে সমুদ্র বন্দর এলাকাগুলোতেও বৃষ্টিপাত বেশি হবে।’ 

নগরবাসী বলছেন, প্রতি বছর বর্ষায় জলাবদ্ধতা হয়, এটা নতুন কিছু নয়। তবুও সিটি করপোরেশন কার্যকর কোনো ব্যবস্থা নেয় না। জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
 

সর্বশেষ

জনপ্রিয়