মঙ্গলবার , ০১ জুলাই ২০২৫
Tuesday , 01 July 2025
০৫ মুহররম ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৩১, ২৪ অক্টোবর ২০২৪

নিষিদ্ধের প্রতিবাদে ভোরে ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিষিদ্ধের প্রতিবাদে ভোরে ছাত্রলীগের ঝটিকা মিছিল
ছবি: সংগৃহীত

বুধবার রাতে ছাত্রলীগকে নিষিদ্ধ করার একটি গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। সংগঠনটির বিরুদ্ধে হত্যা, নির্যাতন, ধর্ষণ, যৌন নিপীড়ন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এই নিষেধাজ্ঞার পর থেকেই সারাদেশে উত্তেজনা বিরাজ করছে। রাজধানী ঢাকায় এরই মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিবাদে ঝটিকা মিছিল করেছে।

বৃহস্পতিবার ভোরবেলা ধানমন্ডি এলাকায় অন্তত ২০ জন ছাত্রলীগ নেতাকর্মী এই মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি স্কয়ার হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে অগ্রসর হয়। পরে শুক্রাবাদ ও সোবহানবাগ মোড় হয়ে আবার ধানমন্ডি ৩২ নম্বরে এসে শেষ হয়।

এই মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মিজানুর রহমান জনি, সহ-সভাপতি ওয়ালিউল সুমন, সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান সজিবসহ অনেকেই। মিছিলে অংশগ্রহণকারীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘বাংলাদেশ ছাত্রলীগ, নেতা মোদের শেখ মুজিব’, বলে স্লোগান দিতে দেখা যায়। এছাড়া ছাত্রলীগের মূলনীতি শিক্ষা, শান্তি, প্রগতি নিয়েও স্লোগান দেয়।

এর আগে, বুধবার রাতে হত্যা-নির্যাতন-ধর্ষণ-যৌন নিপীড়ন এবং সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে ছাত্রলীগকে নিষিদ্ধ করে গেজেট জারি করে অন্তর্বর্তী সরকার। গেজেটে বলা হয়, সরকার ‘সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’ এর ধারা ১৮ এর উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলো এবং ওই আইনের তফসিল-২ এ বাংলাদেশ ছাত্রলীগ নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করলো। 

সর্বশেষ

জনপ্রিয়