মঙ্গলবার , ০১ জুলাই ২০২৫
Tuesday , 01 July 2025
০৫ মুহররম ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৩১, ২৭ অক্টোবর ২০২৪

ইউনূস সরকারের পতনে মাঠে নামতে পারে আওয়ামী লীগ

ইউনূস সরকারের পতনে মাঠে নামতে পারে আওয়ামী লীগ
ছবি: সংগৃহীত

নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শিগগিরই সরকারবিরোধী আন্দোলনে নামতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল গত শুক্রবার ভয়েস অব আমেরিকাকে এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

শফিউল আলম চৌধুরী বলেন, আমরা আন্দোলন এবং রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার পরিকল্পনা করছি। দেশের বর্তমান অবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আমরা সরকারবিরোধী কর্মসূচি হাতে নিতে পারি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই দিনই তিনি দেশ ছাড়েন এবং ভারতে চলে যান। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাও দেশ ছাড়তে বাধ্য হন। এর মধ্যে শফিউল আলম চৌধুরী নাদেলও রয়েছেন।

টেলিফোনে ভয়েস অব আমেরিকার সঙ্গে আলাপকালে শফিউল আলম জানান, দেশের রাজনৈতিক সংকট মোকাবেলায় আওয়ামী লীগের নেতাদের ঐক্যবদ্ধ করার কাজ চলছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করার জন্য অন্যান্য সমমনা রাজনৈতিক শক্তির সাথে আলোচনা চলছে।

তিনি বলেন, আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের সাথে বসতে আগ্রহী নয়। এই সরকার সম্পূর্ণ অসাংবিধানিক। আমরা যদি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি এবং সারা দেশে বিক্ষোভ করি, তবে এই সরকার টিকবে না।”

তিনি আরও বলেন, “দুই সপ্তাহ বা এক মাস পর আমাদের কর্মসূচি প্রকাশ করা হতে পারে। এরপর থেকেই আমাদের আন্দোলনের যাত্রা শুরু হবে।”

সর্বশেষ

জনপ্রিয়