শুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
Friday , 29 August 2025
০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩০, ২ জুলাই ২০২৫

‘এক দিনের প্রধানমন্ত্রী’ দেখছে বিশ্ব

‘এক দিনের প্রধানমন্ত্রী’ দেখছে বিশ্ব
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে এক বিরল ঘটনার জন্ম হলো। দেশটির প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সাময়িক বরখাস্ত হওয়ায় মাত্র এক দিনের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন উপপ্রধানমন্ত্রী ও যোগাযোগমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত।

আজ বুধবার ব্যাংককে থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৯৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নিয়ে কর্মদিবস শুরু করেন ‘এক দিনের প্রধানমন্ত্রী’ সুরিয়া। মজার বিষয়, যেই কার্যালয়ের ৯৩ বছর উদযাপন করছেন তিনি, সেখানে তার সময় শেষ হবে ২৪ ঘণ্টারও কম সময়ে।

সাংবাদিকরা এ বিষয়ে সুরিয়ার অনুভূতি জানতে চাইলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। শুধু বলেন, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে একটি নথিতে স্বাক্ষর করা, যার মাধ্যমে আগামীকাল (বৃহস্পতিবার) নতুন প্রধানমন্ত্রী ফুমথাম উইচায়াচাইয়ের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন তিনি।

থাইল্যান্ডের সাংবিধানিক আদালত জানিয়েছে, কম্বোডিয়ার সঙ্গে কূটনৈতিক বিতর্কে জড়িয়ে নৈতিক মানদণ্ড লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে পেতংতার্নের দায়িত্ব স্থগিত করা হয়েছে। মূলত, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে পেতংতার্নের ফোনালাপ ফাঁসের পর থাইল্যান্ডে ব্যাপক সমালোচনা শুরু হয়। ফাঁস হওয়া ফোনালাপে পেতংতার্ন হুন সেনকে ‘চাচা’ বলে সম্বোধন করেন এবং এক থাই সামরিক কর্মকর্তার সমালোচনা করেন। 

সুরিয়া জুংরুংরুয়াংকিত থাই রাজনীতিতে ‘সময় বুঝে অবস্থান নেওয়া’ নেতাদের একজন হিসেবে পরিচিত। তিনি সব সময় ক্ষমতাসীন দলের প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য আলোচিত।

মাত্র এক দিনের জন্য প্রধানমন্ত্রী হলেও সুরিয়ার প্রধান দায়িত্ব হচ্ছে মন্ত্রিসভার পূর্বনির্ধারিত রদবদল সম্পন্ন করা। আগামীকাল বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রী ফুমথাম উইচায়াচাই শপথ নেবেন এবং সুরিয়ার প্রধানমন্ত্রীত্বের মেয়াদও শেষ হবে।

সিনেমার গল্পে ‘এক দিনের প্রধানমন্ত্রী’ অনেকবার দেখা গেলেও বাস্তবে এমন ঘটনা খুবই বিরল। এখন দেখার বিষয়, সুরিয়া তার স্বল্প মেয়াদের সময়কালে কোনো ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন কিনা।

সর্বশেষ

জনপ্রিয়