মঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
Tuesday , 15 July 2025
১৯ মুহররম ১৪৪৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০১, ১২ জুলাই ২০২৫

আপডেট: ১৫:০২, ১২ জুলাই ২০২৫

বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অ্যাকশন শুরু, বাতিল হচ্ছে পোশাকের অর্ডার

বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অ্যাকশন শুরু, বাতিল হচ্ছে পোশাকের অর্ডার
ছবি: সংগৃহীত

বাংলাদেশের তৈরি পোশাক খাতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক চাপ স্পষ্টভাবে দৃশ্যমান হতে শুরু করেছে। মার্কিন প্রশাসনের ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত বাস্তবায়নের আগেই বাংলাদেশের রপ্তানির ওপর এর প্রভাব পড়তে শুরু করেছে। বড় ক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট তাদের নির্ধারিত অর্ডার স্থগিত করেছে, অন্যরাও অর্ডার বাতিল বা বিলম্বিত করার চিন্তা করছে। ফলে বাংলাদেশের অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা আয়ের উৎস—তৈরি পোশাক খাত পড়েছে গভীর অনিশ্চয়তায়।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ফেরার পর ঘোষিত এই শুল্ক নীতির কারণে ওয়ালমার্ট বাংলাদেশি একটি প্রতিষ্ঠানের ১০ লাখ সাঁতারের প্যান্টের অর্ডার স্থগিত করেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্লাসিক ফ্যাশনের অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজিং ম্যানেজার ফারুক সৈকত জানিয়েছেন, তারা বাংলাদেশে বসন্তকালীন মৌসুমের জন্য নির্ধারিত সব অর্ডার স্থগিত করেছেন। কারণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রে আমদানির ওপর বড় ধরনের শুল্ক বৃদ্ধির কথা উল্লেখ করেছেন।

দেশীয় উদ্যোক্তারা বলছেন, ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রে অর্ডার অনেক কমে যাবে, কারণ ক্রেতারা অতিরিক্ত খরচ বহন করতে আগ্রহী নন। বিশেষ করে ছোট ও মাঝারি পোশাক কারখানাগুলোর জন্য এটি একটি বড় সংকট হয়ে দাঁড়াবে।

ডেনিম এক্সপার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, "এই শুল্ক চাপ বহন করা আমাদের জন্য প্রায় অসম্ভব। এতে অনেক অর্ডার হারাতে হতে পারে।"

সর্বশেষ

জনপ্রিয়