মঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
Tuesday , 15 July 2025
১৯ মুহররম ১৪৪৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১০, ৯ জুলাই ২০২৫

বাংলাদেশ-চীন-পাকিস্তান ঘনিষ্ঠতায় উদ্বিগ্ন ভারত

বাংলাদেশ-চীন-পাকিস্তান ঘনিষ্ঠতায় উদ্বিগ্ন ভারত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়ে প্রকাশ্য উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। মঙ্গলবার (৮ জুলাই) ভারতের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান ওআরএফ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, তিন দেশের পারস্পরিক ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

জেনারেল চৌহান বলেন, "চীন, পাকিস্তান ও বাংলাদেশ নিজেদের কৌশলগত স্বার্থে একে অপরের প্রতি ঝুঁকছে। এই ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতায় গুরুতর প্রভাব ফেলতে পারে।"

তিনি আরও বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের কিছু দেশ ঋণ-কূটনীতির মাধ্যমে ভারতের বিরুদ্ধে প্রভাব বিস্তার করছে। ঘনঘন সরকার পরিবর্তন এবং আদর্শচ্যুতি ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে বলেও উল্লেখ করেন তিনি।

সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের বর্তমান প্রশাসনের সঙ্গে নয়াদিল্লির দূরত্ব বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। বিপরীতে, ইসলামাবাদ ও বেইজিংয়ের সঙ্গে ঢাকার সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে।

চৌহান বলেন, “সম্ভবত এবারই প্রথম দুটি পারমাণবিক রাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়েছে।” পাকিস্তানের অস্ত্র সংগ্রহ নিয়েও উদ্বেগ জানান তিনি। বলেন, গত পাঁচ বছরে দেশটি ৭০ থেকে ৮০ শতাংশ অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছে চীন থেকেই।

এই প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারতের শীর্ষ সামরিক নেতৃত্বের শঙ্কা নতুন মাত্রা পেয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়