মঙ্গলবার , ০১ জুলাই ২০২৫
Tuesday , 01 July 2025
০৫ মুহররম ১৪৪৭

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:২৭, ২০ অক্টোবর ২০২৪

৩ দিনের ব্যবধানে ফের হ্যাটট্রিক মেসির

৩ দিনের ব্যবধানে ফের হ্যাটট্রিক মেসির
ছবি: সংগৃহীত

জাতীয় দল আর্জেন্টিনার হয়ে তিনদিন আগেই হ্যাটট্রিকের দেখা পেয়েছিলেন লিওনেল মেসি। এবার ক্লাব ইন্টার মায়ামির হয়ে তিন গোল করলেন এই মহাতারকা। আজ রবিবার মেসির হ্যাটট্রিক ও লুইস সুয়ারেজের জোড়া গোলে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইংল্যান্ডকে ৬-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মায়ামি। এই জয়ে আবার এমএলএসের নিয়মিত মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড ভেঙেছে ফ্লোরিডার ক্লাবটি।

এমএলএসের নিয়মিত মৌসুমে নিউ ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া ৩ পয়েন্টে মেসিদের মোট পয়েন্ট হয়েছে ৭৪। এটি ২০২১ সালে এই নিউ ইংল্যান্ডের ৭৩ পয়েন্টের রেকর্ডের চেয়ে ১ বেশি।

এর আগে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মেসি হ্যাটট্রি করে ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১০ হ্যাটট্রিকে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ছুঁয়েছিলেন।

এদিন অবশ্য মেসিকে শুরুর একাদশে রাখেননি মায়ামির কোচ জেরার্দো মার্তিনো। ৫৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে গোলের ফোয়ারা ছুটিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। যেখানে আজকের হ্যাটট্রিক নিয়ে এমএলএসের এ মৌসুমে ১৯ ম্যাচে তার গোলসংখ্যা এখন ২০টি। সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজও জোড়া গোল করে সংখ্যাটা নিয়ে গেছেন ২০-এ। সুয়ারেজ মেসির সমান গোল করেছেন ২৭ ম্যাচ খেলে।

মায়ামির জন্য অবশ্য শুরুটা অন্য রকমই ছিল। দ্বিতীয় মিনিটেই গোল হজম করে বসে তারা। পরে ৩৪তম মিনিটে নিউ ইংল্যান্ড ব্যবধান ২-০ করে। তবে এরপর ৪০ থেকে ৪৩—এই তিন মিনিটের মধ্যে সুয়ারেজের জোড়া গোলে অবশ্য ২-২ সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করে মায়ামি।

ম্যাচের ৫৮তম মিনিটে মেসি মাঠে নামার পরপরই বেঞ্জামিন ক্রিমাশ্চির গোলে এগিয়ে যায় মায়ামি। ৭২তম মিনিটে মায়ামির জালে বল পাঠিয়েও গোল পায়নি নিউ ইংল্যান্ড। ভিএআরের সাহায্য নিয়ে গোলটি বাতিল করেন রেফারি।

এরপরই শুরু মেসি-ম্যাজিক। ৭৮ থেকে ৮৯—১১ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন তারকা। ৭৮তম মিনিটে তার প্রথম গোলটিতে সহায়তা করেন বার্সেলোনার সাবেক স্ট্রাইকার সুয়ারেজ, ৮১তম মিনিটে মেসির দ্বিতীয় গোল বার্সেলোনার আরেক সাবেক তারকা জর্দি আলবার সহায়তায়, আর ৮৯তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করা গোলে আবার অবদান সুয়ারেজের।

সর্বশেষ

জনপ্রিয়