মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
Tuesday , 14 October 2025
২১ রবিউস সানি ১৪৪৭

প্রকাশিত: ০২:১৭, ৮ জুলাই ২০২৫

নূরুল ইসলাম সোহাগের সুবর্ণ জন্মজয়ন্তীতে এক কাব্যিক বিকেল

নূরুল ইসলাম সোহাগের সুবর্ণ জন্মজয়ন্তীতে এক কাব্যিক বিকেল

অভিভূত, আনন্দিত, আবেগ প্রবন, এমন হৃদয় নিংড়ানো আয়োজনে। কাব্যিক এক বিকেলের কথা। 
নূরুল ইসলাম সোহাগের সুবর্ণ জন্ম  জয়ন্তীতে আবৃত্তি আয়োজন। 


গত মঙ্গলবার জন্মদিন উপলক্ষে,বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ও নাট্যজন সিতু চৌধুরী ও নিবেদিত প্রাণ সাংস্কৃতিক ও সামাজিক কর্মী কবি সালেহ উদ্দিন তালুকদার সুমন এর ঐকান্তিক প্রচেষ্টায় ও সার্বিক তত্ত্বাবধানে  আয়োজিত, সিতু চৌধুরী ও কবি শিব্বীর আহমদ শুভ এর যৌথ সঞ্চালনায়, ক্যাফে গ্রীল রয়টনে   কবিতা সন্ধ্যা ও সাংস্কৃতিকজনদের মিলন মেলায় নর্থ ওয়েস্ট এর বিভিন্ন শহর থেকে যে সব শ্রদ্ধাভাজন  কবি, সাহিত্যিক, সাংবাদিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর নেতৃবৃন্দ আমার বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত হয়েছিলেন। সালেহ উদ্দিন তালুকদার সুমন এর স্বাগতম  বক্তব্য ও ইয়াহিয়া কোরেশীর নূরুল ইসলাম সোহাগকে নিয়ে দুকথা বলার পর তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একেবারেই ঘরোয়া পরিবেশে যাদের সরব উপস্হিতি কবিতা, কথা ও আড্ডাকে প্রাণবন্ত করেছিল তাঁদের মধ্যে অন্যতম সর্বজনাব, হাইড থেকে 
নুরুজ্জামান মনি ও নাসির খান সুহেব, ম্যানচেস্টার থেকে তাবেদার -ই রসুল বকুল 
মিতুল ইফফাত, নাজমা ইয়াসমিন, বাউল কাসেম।   লিভারপুল থেকে মোহাম্মদ  আবুল আজাদ, আবু সাঈদ চৌধুরী সাদি,শেফিল্ড থেকে আবু মকসুদ,আব্দুল হক, আহমদ হোসেন হেলাল, ডেন্টন থেকে সৈয়দ হেলাল। রচডেল থেকে ইমরান খাঁন। ওল্ডহ্যাম থেকে আক্তার হুসেন, ইদ্রিস আলী( BEM),মিজানুর রহমান, শাহ  মোবাশ্বির আলী, সাদিকুর রহমান,আকিকুর রহমান রাজন, সৈয়দ সাদেক আহমেদ,তাজ উদ্দিনলিয়াকত মিয়া, তাজ উদ্দিন। 
নূরুল ইসলাম সোহাগ 
বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সিতু চৌধুরী ভাই, সালেহ উদ্দিন তালুকদার সুমন,  ক্যাফ গ্রীল রয়টন এর স্বত্বাধিকারী রহমান তুহিন, ইয়াহিয়া কোরেশি, মাহবুবুর রহমান (BEM ),সহ সবার প্রতি।

সর্বশেষ

জনপ্রিয়