শুক্রবার , ২০ জুন ২০২৫
Friday , 20 June 2025
২৩ জ্বিলহজ্জ ১৪৪৬

সুলতান আল এনাম ঝিনাইদহ প্রতিনিধি :

প্রকাশিত: ১৬:২৩, ৩ জুন ২০২৫

ঝিনাইদহে ফেনসিডিল সহ আটক দুই

ঝিনাইদহে ফেনসিডিল সহ আটক দুই

ঝিনাইদহে ফেনসিডিল সহ আটক দুই

সুলতান আল এনাম ঝিনাইদহ প্রতিনিধি :

মাদকবিরোধী অভিযানে ঝিনাইদহ জেলা পুলিশ বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল সোমবার (২ জুন, ২০২৫) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার শৈলমারী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৫ বোতল ফেনসিডিল এবং একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকাল ৩টা ৪৫ মিনিটে এসআই মারুফ হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল ঝিনাইদহ সদর থানাধীন ৬নং গান্না ইউনিয়নের কুঠি দুর্গাপুর গ্রামের শৈলমারী বাজার থেকে পাগলাকানাই টু কোটচাঁদপুর পাকা রাস্তার উপর অভিযান চালায়। অভিযানে একটি লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেলে করে মাদক পরিবহনকালে শেখ মোহাম্মদ আলী সোহাগ (৪৪) এবং মো: তানজিলুর রহমান (৪২) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃত শেখ মোহাম্মদ আলী সোহাগ ঝিনাইদহের কলাবাগানের মৃত শেখ গোলাম ছরোয়ারের ছেলে এবং বর্তমানে আরাপপুরের দুখী মাহমুদ সড়কের সাইফুল ইসলামের তিনতলা বাসার দোতলার ভাড়াটিয়া। অপর আটককৃত মো: তানজিলুর রহমান ঝিনাইদহের আরাপপুর (পূর্বপাড়া) এলাকার মৃত সামছুর রহমানের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঝিনাইদহ জেলা পুলিশ মাদক নির্মূলে সর্বদা বদ্ধপরিকর বলে জানান ডিবি ওসি

সর্বশেষ

জনপ্রিয়