সামিন আহমেদ যুক্তরাজ্য থেকে বিএসসি অনার্সে ফার্স্ট ক্লাস অর্জন

নবিগঞ্জের পাঞ্জারাই গ্রামের কৃতি সন্তান সামিন আহমেদ যুক্তরাজ্য থেকে বিএসসি অনার্সে ফার্স্ট ক্লাস অর্জন
— নিজস্ব প্রতিবেদক
নবিগঞ্জ উপজেলার পাঞ্জারাই গ্রামের কৃতী সন্তান মোহাম্মদ সামিন আহমেদ যুক্তরাজ্যের লিভারপুল জন মরিস ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে বিএসসি অনার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে দেশ ও গ্রামের মুখ উজ্জ্বল করেছেন।
সামিন আহমেদ পাঞ্জারাই গ্রামের জনাব শামসুল হক ও গৃহিণী সাফিয়া খাতুন দম্পতির পঞ্চম সন্তান। গ্রামের স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে তিনি সিলেট শহরে চলে যান উচ্চ শিক্ষার জন্য। ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন সিলেটের ঐতিহ্যবাহী দি এইডেড হাই স্কুলে। সেখান থেকে ২০১৪ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন।
পরে ভর্তি হন সিলেট এমসি কলেজে। ২০১৬ সালে বিজ্ঞান বিভাগ থেকেই এইচএসসি পরীক্ষায়ও জিপিএ ৫ অর্জন করেন তিনি। ২০২০ সালে উচ্চশিক্ষার লক্ষ্যে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং লিভারপুল জন মরিস ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স বিষয়ে বিএসসি অনার্সে ভর্তি হন। ২০২৫ সালে সফলভাবে ডিগ্রি সম্পন্ন করে ফার্স্ট ক্লাস অর্জন করেন।
এই অসাধারণ অর্জনের পেছনে পরিবার, শিক্ষাগুরু ও বন্ধুদের সহযোগিতা ও উৎসাহের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছেন সামিন। বর্তমানে তিনি বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন, ম্যানচেস্টার–এ একটি গ্রীষ্মকালীন ইন্টার্নশিপে কর্মরত আছেন।
সামিন আহমেদ তার এই সাফল্যকে নতুন একটি যাত্রার শুরু হিসেবে দেখছেন। ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষভাবে অবদান রাখতে চান তিনি। তার সাফল্যে পাঞ্জারাই গ্রামের মানুষজনের মধ্যে আনন্দ ও গর্বের ছোঁয়া লেগেছে।