শুক্রবার , ২০ জুন ২০২৫
Friday , 20 June 2025
২৩ জ্বিলহজ্জ ১৪৪৬

সুলতান আল এনাম ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৭, ২ জুন ২০২৫

ঝিনাইদহের পাঁচ যুবককে কম্বোডিয়ায় বিক্রি

ঝিনাইদহের পাঁচ যুবককে কম্বোডিয়ায় বিক্রি

ঝিনাইদহের পাঁচ যুবককে কম্বোডিয়ায় বিক্রি, সন্তানকে ফিরে পেতে মায়ের সংবাদ সম্মেল 

 সুলতান আল এনাম ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামে গড়ে ওঠা একটি সংঘবদ্ধ মানব পাচার চক্রের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ জুন ) সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে হালিমা খাতুন এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, মানব পাচার মামলার পিটিশন নং ৫১/২০২৫ অনুযায়ী আসামী ফজলুল করিম ফয়জুল, তাঁর স্ত্রী জাহানারা খাতুন, ছেলে ফয়সাল আহমেদ এবং পুত্রবধূ তারানা হক রথী এই চারজনের বিরুদ্ধে বর্তমানে নারী ও শিশু ট্রাইব্যুনালে একটি মামলা বিচারাধীন রয়েছে।

অভিযোগে বলা হয়, এই চক্রটি থাইল্যান্ডে কম্পিউটার অপারেটর পদে চাকরির প্রলোভন দেখিয়ে হরিণাকুণ্ডু, হলিধানী ও আশপাশের এলাকার মোট পাঁচজন যুবকের কাছ থেকে জনপ্রতি ৭ লক্ষ টাকা করে মোট ৩৫ লক্ষ টাকা আদায় করে। এরপর তাদের থাইল্যান্ড না পাঠিয়ে প্রতারণার মাধ্যমে কম্বোডিয়ার স্ক্যাম্প নামক এক চক্রের হাতে বিক্রি করে দেওয়া হয়। চুক্তি অনুযায়ী এই পাঁচজনের শ্রমের বিনিময়ে জনপ্রতি ৪ লক্ষ টাকা করে মোট ২০ লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই মানব পাচারকারীরা।

ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন শাহীন আলী, আকরাম আলী, রাহুল আহমেদ, সিফাতুল্লাহ ও রানা মিয়া।

সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে তারা প্রত্যেকে কম্বোডিয়ায় প্রতারক কোম্পানির অধীনে অমানবিক পরিশ্রমে নিয়োজিত। তাদের দিয়ে প্রতিদিন ১৮ ঘণ্টা কাজ করানো হয় এবং কথামতো না চললে শারীরিক নির্যাতনও করা হয়।

হালিমা খাতুন বলেন, আমরা হতদরিদ্র মানুষ, কেউ দিনমজুর আবার কেউ গৃহপরিচারিকার কাজ করেন। সন্তানদের ভবিষ্যতের জন্য ধার-দেনা করে টাকা জোগাড় করেছি, কেউ কেউ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণও নিয়েছেন। অথচ এখন সন্তানদের প্রাণে বাঁচানোই দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

তিনি লিখিত বক্তব্যে হালিমা খাতুন আরও বলেন, স্ক্যাম্প কোম্পানি একটি চরম প্রতারক গোষ্ঠী, যারা বাংলাদেশসহ বিভিন্ন দেশের তরুণদের বিদেশে উন্নত চাকরির প্রলোভনে এনে নিষ্ঠুরভাবে শোষণ করছে।

এ সময় সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট বিদেশি দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেন এবং মানব পাচার চক্রের মূলহোতা ফজলুল করিম ফয়জুল ও তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

সর্বশেষ

জনপ্রিয়