মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
Tuesday , 14 October 2025
২১ রবিউস সানি ১৪৪৭

প্রকাশিত: ০৬:২৬, ৬ অক্টোবর ২০২৫

ম্যানচেস্টার শাহজালাল মসজিদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন

ম্যানচেস্টার শাহজালাল মসজিদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন

ম্যানচেস্টার শাহজালাল মসজিদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

ঐতিহ্যবাহী ম্যানচেস্টার শাহজালাল মসজিদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে তিনটি প্যানেল অংশগ্রহণ করে। ঘোষিত ফলে দেখা যায়—ছাতা প্রতীক বিপুল ভোটে বিজয়ী হয়েছে, তাদের প্রাপ্ত ভোট ৫৬৪। গোলাপ প্রতীক পেয়েছে ৩২৩ ভোট এবং শাপলা প্রতীক পেয়েছে ৩২০ ভোট।

প্রবাসী ভোটারদের বিপুল অংশগ্রহণে মসজিদ প্রাঙ্গণ দিনব্যাপী ছিল উৎসবমুখর। ভোটাররা শান্তিপূর্ণভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনের ফল ঘোষণার সঙ্গে সঙ্গে ছাতা প্রতীকের সমর্থকরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। অপর প্রার্থীরাও ফলাফল মেনে নিয়ে বিজয়ীদের অভিনন্দন জানান।

প্রবাসী কমিউনিটি এই নির্বাচনকে গণতান্ত্রিক চর্চার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছে।

ছাতা প্রতীকের এই বিজয়ের মধ্য দিয়ে ম্যানচেস্টার শাহজালাল মসজিদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন পরিসমাপ্ত হলো।

সর্বশেষ

জনপ্রিয়