বৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫
Thursday , 23 October 2025
০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:০১, ১৮ অক্টোবর ২০২৫

ইউটিউবার মিস্টারবিস্টের সঙ্গে বলিউডের তিন খান, কী ঘটল সৌদিতে?

ইউটিউবার মিস্টারবিস্টের সঙ্গে বলিউডের তিন খান, কী ঘটল সৌদিতে?
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছেন বিখ্যাত ইউটিউবার মিস্টারবিস্ট বা জিমি ডোনাল্ডসন এবং বলিউডের তিন খান শাহরুখ, সালমান ও আমির। ১৬ অক্টোবর সৌদি আরবে আয়োজিত এক আন্তর্জাতিক অনুষ্ঠানে এক ফ্রেমে ধরা দিলেন তারা। সেই মুহূর্তের ছবিই এখন নেটদুনিয়ার নতুন আলোচনার বিষয়।

ছবিটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে মিস্টারবিস্ট লিখেছেন, “হেই ইন্ডিয়া, আমাদের কি একসঙ্গে কিছু করা উচিত?” এই একটি বাক্যেই শুরু হয়েছে নানা জল্পনা। ভক্তদের ধারণা, খুব শিগগিরই বলিউডের তিন মহাতারকার সঙ্গে বড় কোনো প্রজেক্টে কাজ করতে পারেন এই জনপ্রিয় কনটেন্ট নির্মাতা।

ছবিতে শাহরুখ খান ও সালমান খানকে দেখা গেছে স্টাইলিশ স্যুটে, আর আমির খান ছিলেন ঐতিহ্যবাহী ইন্দো ওয়েস্টার্ন পোশাকে। কালো পোশাকে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন মিস্টারবিস্ট।

ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কেউ লিখেছেন, “বিস্টস উইথ বিস্ট!” আবার কেউ মন্তব্য করেছেন, “এটা যদি সত্যি হয়, তাহলে বিনোদন দুনিয়ায় নতুন ইতিহাস তৈরি হবে।”

যদিও এখনো মিস্টারবিস্ট কিংবা তিন খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও এই এক ছবিতেই বিশ্বজুড়ে বলিউড ও ইউটিউবপ্রেমীদের কৌতূহল চরমে পৌঁছেছে।

উল্লেখযোগ্যভাবে মিস্টারবিস্ট বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ইউটিউবার। তার ভিডিওগুলো মূলত চ্যালেঞ্জ, উদারতা এবং সৃজনশীলতার অনন্য সংমিশ্রণ। বিশাল অঙ্কের পুরস্কার, অদ্ভুত প্রতিযোগিতা ও সামাজিক উদ্যোগের মাধ্যমে তিনি বিনোদনের নতুন সংজ্ঞা দিয়েছেন। অনেক সময় তার ভিডিওতে অংশ নেওয়া মানুষরা কয়েক লাখ ডলার পর্যন্ত পুরস্কার পান।

সর্বশেষ

জনপ্রিয়