ম্যানচেস্টারে ‘ওয়ান চট্টগ্রাম’-এর উদ্বোধন

ম্যানচেস্টারে ‘ওয়ান চট্টগ্রাম’-এর উদ্বোধন – তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে কমিউনিটির জন্য নতুন দিগন্ত
ম্যানচেস্টারের লংসাইট বিজনেস পার্কে মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত হয় ‘ওয়ান চট্টগ্রাম’-এর গ্র্যান্ড উদ্বোধন অনুষ্ঠান। ছয়জন তরুণ সামাজিক উদ্যোক্তার উদ্যোগে প্রতিষ্ঠিত এই সংগঠনটি যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির ঐক্য, সংস্কৃতি ও দক্ষতা উন্নয়নে কাজ করবে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহ-প্রতিষ্ঠাতা ড. সজিব উল্লাহ। শুরুতেই পরিবেশিত হয় যুক্তরাজ্য ও বাংলাদেশের জাতীয় সংগীত, যা দুই দেশের ঐক্যের প্রতীক হিসেবে দর্শকদের আবেগাপ্লুত করে।
এরপর সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাহেদ উল করিম শাহ উপস্থাপন করেন “The Journey of One Chattogram” শীর্ষক প্রেজেন্টেশন, যেখানে সংগঠনের সূচনা, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
পরে সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ সরফরাজ চৌধুরী প্রদর্শন করেন একটি সংক্ষিপ্ত ডকুমেন্টারি, যেখানে ওয়ান চট্টগ্রাম-এর কার্যক্রম ও কমিউনিটি সেবার দৃষ্টান্ত ফুটে ওঠে।
এই সময় সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ মহিউদ্দিন ও সহ-প্রতিষ্ষ্ঠাতা মোহাম্মদ আমিন উপস্থিত অতিথিদের স্বাগত জানান এবং সকলের জন্য পরিবেশন করেন ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার — পিঠা ও চা এবং বিরিয়ানী। পুরো পরিবেশ ভরে ওঠে আতিথেয়তা ও সৌহার্দ্যে।
সহ-প্রতিষ্ঠাতা পরিচিতি পর্বে ড. সজিব বলেন,
“আমরাএক যুগেরও বেশি নিজেদের গড়ে তুলেছি, জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছি শিক্ষা এবং সামাজিক কার্যক্রম এর মাধ্যমে ।এখন সেই জ্ঞান সমাজে ফিরিয়ে দেওয়ার সময়।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপি অ্যান্ড্রু গুয়েন, বাংলাদেশের সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন, কাউন্সিলর জাহিদ হোসেন, কাউন্সিলর আবিদ লতিফ চৌহান, কাউন্সিলর আফিয়া কামাল, কাউন্সিলর আহমেদ আলী, কাউন্সিলর শামসুল করিম, সাবেক কাউন্সিলর লুৎফুর রহমান ও কমিউনিটি নেতা-নেত্রীবৃন্দ।
এমপি অ্যান্ড্রু গুয়েন তাঁর বক্তব্যে বলেন, “এই উদ্যোগ ম্যানচেস্টারের সমাজে বাংলাদেশি কমিউনিটির অবদানকে আরও শক্তিশালী করবে।”
সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন বলেন, “আমি অত্যন্ত অনুপ্রাণিত তরুণ প্রজন্মকে সমাজ উন্নয়নে এমন উদ্যোগ নিতে দেখে। হাইকমিশন সর্বদা এমন ইতিবাচক কাজের পাশে থাকবে।”
এছাড়াও উপস্থিত সকল কাউন্সিলরগণ ওয়ান চট্টগ্রাম-এর উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, তারা সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমে সব ধরনের সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবেন।
উদ্বোধনী ফিতা কাটেন এমপি অ্যান্ড্রু গুইন ও সকল উপস্থি কাউন্সিলর এবং কমিউনিটি নেত্রীবৃন্দ। পরে অতিথিরা অংশ নেন ঐতিহ্যবাহী ক্যারম ও লুডু খেলায়, যা অনুষ্ঠানে উৎসবের আমেজ তৈরি করে।
শেষে শাহজালাল মসজিদের ইমাম সংগঠনের সাফল্যের জন্য দোয়া করেন। সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইমরান ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের স্লোগানসহ—
“Together we learn, grow, and rise.”