শুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪
Friday , 13 December 2024
১১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৪২, ২৫ নভেম্বর ২০২৪

বুবলীকে ‘টয়লেট ডে’র শুভেচ্ছা জানালেন অপু বিশ্বাস

বুবলীকে ‘টয়লেট ডে’র শুভেচ্ছা জানালেন অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

শাকিব খানকে ঘিরে তার দুই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে সম্পর্কের টানাপোড়েন বরাবরই আলোচনার বিষয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই একে অপরকে নিয়ে মন্তব্যের যুদ্ধে লিপ্ত হন তারা। এবার বুবলীকে খোঁচা দিয়ে অপু বিশ্বাসের এক পোস্ট নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।  

গত ২০ নভেম্বর ছিল শবনম বুবলীর জন্মদিন। পারিবারিক পরিবেশে কেক কেটে দিনটি উদ্‌যাপন করেন বুবলী। সেই মুহূর্তের ছবি শেয়ার করেন ফেসবুকে। ভক্তদের ভালোবাসায় ভরে ওঠে তার পোস্টের মন্তব্য বিভাগ। তবে তার তিনদিন পর, রোববার অপু বিশ্বাস নিজের ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দেন।  

অপু লেখেন, ‘লেট পোস্ট। হ্যাপি টয়লেট ডে, ২০ নভেম্বর।’ পোস্টের সঙ্গে তিনি যোগ করেন একটি অট্টহাসির ইমোজি। সরাসরি কিছু না বললেও, নেটিজেনরা ধরে নিয়েছেন এটি বুবলীর জন্মদিনকে ঘিরে একটি পরোক্ষ ব্যঙ্গ।  

এর আগে ২০২২ সালে বুবলীর জন্মদিনে শাকিব খানের কাছ থেকে পাওয়া ডায়মন্ডের নাকফুলের প্রসঙ্গেও ব্যঙ্গ করেছিলেন অপু। সেই সময় দুজনই ভার্চুয়াল যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন।  

এদিকে, ১৯ নভেম্বর ছিল বিশ্ব টয়লেট দিবস। শাকিব খান সেই দিন টাইলক্সের একটি ক্যাম্পেইনে অংশ নেন। তবে অপু ও বুবলী কাউকেই সেখানে দেখা যায়নি। ফলে নেটিজেনদের একাংশ মনে করছেন, শাকিবকেও লক্ষ্য করে এই পোস্ট করেছেন অপু।  

সর্বশেষ

জনপ্রিয়