বৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫
Thursday , 23 October 2025
০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪০, ১৫ অক্টোবর ২০২৫

অন্তর্বর্তী সরকারের আমলে সহিংসতায় নিহত ১৬০, আহত ৮ হাজার

অন্তর্বর্তী সরকারের আমলে সহিংসতায় নিহত ১৬০, আহত ৮ হাজার
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের ১৩ মাসে রাজনৈতিক সহিংসতার ভয়াবহ চিত্র উঠে এসেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-এর প্রতিবেদনে। সংস্থাটির হিসাব অনুযায়ী, সেপ্টেম্বর ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সময়ে রাজনৈতিক সহিংসতায় অন্তত ১৬০ জন নিহত ও ৮ হাজার ৫০ জন আহত হয়েছেন। শুধু বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেই প্রাণ হারিয়েছেন ৮৫ জন, আহত হয়েছেন ৫ হাজার ১৭ জন।

মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলেও রাজনৈতিক সহিংসতা, আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। বরং বিভিন্ন সংঘর্ষ, আধিপত্য বিস্তার ও রাজনৈতিক প্রতিশোধের ঘটনায় জনমনে উদ্বেগ বেড়েছে।

গত ১৩ মাসে অন্তত ১ হাজার ৪৭টি রাজনৈতিক সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর অভ্যন্তরীণ সংঘর্ষেই ঘটেছে ৫৩৯টি, যেখানে দলটির ৮৫ নেতা-কর্মী নিহত ও ৫ হাজারের বেশি আহত হয়েছেন। বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন ৩৪ জন, আহত হয়েছেন এক হাজারের বেশি।

ছাত্ররাজনীতিতেও সহিংসতা কমেনি। শুধু ছাত্রদলের কোন্দলে ৩৮টি ঘটনায় ৩ জন নিহত ও ৩২০ জন আহত হন। সহিংসতা ছাড়াও রাজনৈতিক কার্যালয়, বাড়িঘর, দোকানপাট ও যানবাহনে সাত হাজারের বেশি অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এইচআরএসএসের তথ্যমতে, গুম ও ক্রসফায়ারের ঘটনা না ঘটলেও মব সহিংসতা, গণপিটুনি, নারী নির্যাতন, সাংবাদিকদের ওপর হামলা এবং সংখ্যালঘু নির্যাতনের মতো মানবাধিকার লঙ্ঘন উদ্বেগজনকভাবে বেড়েছে। সংস্থাটি বলেছে, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্র ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

সর্বশেষ

জনপ্রিয়