মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
Tuesday , 14 October 2025
২১ রবিউস সানি ১৪৪৭

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

প্রকাশিত: ১৪:৪৬, ২৯ সেপ্টেম্বর ২০২৫

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৫। রবিবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে পুঠিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলো—ড্রাইভার মো. কাশেম আলী (৩২), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ধাতমা গ্রামের বাসিন্দা এবং তার সহযোগী ট্রাক হেলপার মো. জয় হোসেন (৩০), রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকার আফজালের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে একটি ট্রাক আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচ থেকে ১৬ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকটি জব্দসহ ড্রাইভার ও হেলপারকে হাতেনাতে ধরা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে আন্তঃজেলার সংঘবদ্ধ মাদকচক্রের সঙ্গে যুক্ত। মালবাহী ট্রাকের আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত তারা। খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কাছে এসব মাদক পৌঁছে দিয়ে তারা বিপুল অর্থ উপার্জন করছিল বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-৫ আরও জানায়, আটককৃতরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ পূর্বেও ছিল। মাদকের মতো সামাজিক ব্যাধি দমনে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়