হত্যার আসামী ও মাদক ব্যাসায়ীকে আটক করেছে র্যাব-৫

হত্যার আসামী ও মাদক ব্যাসায়ীকে আটক করেছে র্যাব-৫
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী
র্যাব-৫ এর পৃথক পৃথক অভিযানে দুইজন অভিযুক্তকে আটক করেছে। স্ত্রীকে হত্যার দায়ে একজন এবং অপরজনকে মাদকসহ আটক করে র্যাব। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতের মাধ্যমে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে বিদেশী মদ ও ফেন্সিডিলসহ জিহাদ আলী গ্রেফতার হয়। হত্যা মামলার পলাতক আসামী আশিকুর রহমান রাজশাহীর রাজপাড়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। উভয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
র্যাব জানায়, শুক্রবার ৩ অক্টোবর দুপুর তটার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নতুন বার রশিয়া গ্রামস্থ এলাকায় অভিযানে বিভিন্ন ব্র্যাডন্ডের ১১৭ বোতল বিদেশী মদ এবং ৮৮ বোতল ফেন্সিডিল, ০১টি বার্মিজ চাকু ও মাদক বিক্রির ৯২ হাজার টাকাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক করে। আটককৃত জিহাদ আলী (১৯) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নামোচাকপাড়া গ্রামের আমান আলীর ছেলে।
আপরদিকে, গত ২৫ সেপ্টেম্বর সকাল ৯টার সময় আটককৃত আশিকুরের স্ত্রীর মৃত দেহ নওগাঁ জেলার মান্দা থানাধীন ৩ নং পরানপুর ইউনিয়নের এলাকা থেকে ভিকটিমের লাশ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে নিহত স্ত্রীর স্বামীসহ অজ্ঞাত ৫জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। মামলার সূত্রধরে র্যাব অভিযান শুরু করে। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ০৩ অক্টোবর সকালে রাজশাহীর রাজপাড়া থানা এলাকা থেকে আসামি আশিকুর রহমান তাইজুল (২৩) কে আটক করে। সে নওগার মান্দা উপজেলার পরানপুর এলাকার মোঃ জিয়াউর রহমানের ছেলে।
আটককৃত উভয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদেরকে পৃথক পৃথক থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব।