মঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
Tuesday , 15 July 2025
১৯ মুহররম ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:৩৩, ১৩ জুলাই ২০২৫

ড. ইউনূস দেশটাকে তছনছ করতে এসেছেন: আনিস আলমগীর

ড. ইউনূস দেশটাকে তছনছ করতে এসেছেন: আনিস আলমগীর
ছবি: সংগৃহীত

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর। তার অভিযোগ, ড. ইউনূস দেশে এসেছেন রাষ্ট্রকে অস্থির ও তছনছ করতে, এরপর তিনি আবার বিদেশে ফিরে যাবেন। আর তার এই কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে হবে দেশের মানুষকেই।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে আনিস আলমগীর এসব মন্তব্য করেন। তিনি বলেন, “ড. ইউনূসের উপস্থিতি আমাদের জন্য আশঙ্কার কারণ। তিনি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আবার প্যারিস বা অন্য কোথাও চলে যাবেন, কিন্তু তার ছাপ থেকে যাবে রাজনীতিতে। ভবিষ্যতে যারা সরকার গঠন করবে, তারাই এই বিভ্রান্তির ভোগান্তি টানবে।”

তিনি অভিযোগ করে বলেন, “আমি যখন সামাজিক মাধ্যমে তার সমালোচনা করে পোস্ট দিই, তখন আমাকে কিছু বট বাহিনী গালাগাল করে। আমি জবাব চেয়েছি ড. ইউনূসের কাছ থেকে, তার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকেও। তারা কোনো জবাব না দিয়ে উল্টো আমাকে আক্রমণ করেছে।”

তারেক রহমানকে নিয়েও মন্তব্য করেন আনিস আলমগীর। তিনি বলেন, “আমি তারেক রহমানকে অবশ্যই দায়ী করব, যদিও তিনি সরকারে নেই। তবে আমরা যাদের সরকারে দেখতে পাচ্ছি, তারা কেমন শাসন করবে, তার ট্রেইলার আমরা এখনই দেখতে পাচ্ছি।”

তিনি আরও বলেন, “একটি গোষ্ঠী তো সরাসরি বলেই দিয়েছে— তারা বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানাতে চায়। আরেক পক্ষ কী করবে, সেটাও স্পষ্ট নয়। ড. ইউনূসের এক পকেটে জামায়াত, আরেক পকেটে এনসিপি— এটা মোটামুটি পরিষ্কার।”

সর্বশেষ

জনপ্রিয়