জুলাই আন্দোলনের বিজয়ী শক্তি ত্রাসের রাজত্ব তৈরি করছে: শামীম হায়দার

মবই অন্তর্বর্তীকালীন সরকারের শক্তি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেছেন, এ সরকারের শক্তিই হচ্ছে মব। মবগুলোকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। মবের মাধ্যমেই সরকার বা জুলাই আন্দোলনের বিজয়ী শক্তি একটা ত্রাসের রাজত্ব, ভয়ের রাজত্ব তৈরি করছে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “মবগুলোকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। সরকারের শক্তি এখন এই মব। আন্দোলনের বিজয়ী শক্তি এখন জনগণ নয়, বরং মবের মাধ্যমে ত্রাস কায়েম করে রেখেছে।”
তিনি দাবি করেন, বর্তমানে মিডিয়া থেকে শুরু করে বিচার বিভাগ পর্যন্ত সবাই এই মবের প্রভাব ও ভয় থেকে মুক্ত নয়। “যে জায়গায় সবচেয়ে নিরাপত্তা থাকা উচিত, সেই আদালতপাড়ায়ও মব হচ্ছে—এটা অত্যন্ত দুঃখজনক।
উদাহরণ দিয়ে তিনি বলেন, “সম্প্রতি এমপি নাঈমুর রহমান দুর্জয় নিজেই মবের শিকার হয়েছেন। তাঁকে পুলিশ ৫০-৬০ জন মিলে রক্ষা করেছে, কিন্তু যাঁরা আক্রমণ করেছে, তাদের কাউকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়নি।”
তিনি আরও বলেন, “যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তারা যেন বিচারপ্রক্রিয়ার মাধ্যমে নিজেকে প্রমাণ করতে পারে, সেটাই কাম্য। কিন্তু এখন দেখা যাচ্ছে, বিচার হওয়ার আগেই সবাই দোষী—এমন সংস্কৃতি প্রতিষ্ঠা করা হচ্ছে।”
শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিপ্লব আর দেশ চালানো এক নয়। যদি মবই বিচার করে, তাহলে দেশে আর আইনের শাসন থাকবে না।”