মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
Tuesday , 14 October 2025
২১ রবিউস সানি ১৪৪৭

তাবেদার রসুল বকুল, ম‍্যানচেসটার(যুক্তরাজ্য)

প্রকাশিত: ২৩:৩৩, ১৮ জুলাই ২০২৫

ইস্পাতের শহর শেফিল্ডে বাঙালি কবিদের শব্দের মেলা।

ইস্পাতের শহর শেফিল্ডে বাঙালি কবিদের শব্দের মেলা।

ইস্পাতের শহর শেফিল্ডে বাঙালি কবিদের শব্দের মেলা।
তাবেদার রসুল বকুল, ম‍্যানচেসটার(যুক্তরাজ্য)

যুক্তরাজ্যের  দক্ষিণ ইয়র্কশায়ারের ছোট্ট শহর শেফিল্ড। এটি নদী আর উপত্যকায় ঘেরা সবুজময় এক শান্তির শহর।বিশ্ব জুড়ে শেফিল্ড "দ্য স্টিল সিটি" নামে পরিচিত।   এই শহরে দীর্ঘদিন ধরে ইস্পাত উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিশ্ব জুড়ে  খ্যাতি লাভ করেছে। 
সবুজে সবুজময় পাহাড়ঘেরা শেফিল্ডের আশপাশ ঘিরে রয়েছে সাতটি চূড়া ও সুদৃশ্য উপত্যকা। প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে এখানে প্রবাহিত হচ্ছে রিভার  ডন  ও এর চারটি উপনদী শেফ, রিভলিন, লক্সলে এবং পোর্টার ব্রুক তাই ইস্পাত নগরী হলেও শেফিল্ড একটি শীতলতম শহর। যেখানে মানুষের চেয়ে গাছের সংখ্যা অনেক বেশি। এ কারণে ২০২২ সালে শেফিল্ডকে বিশ্বের অন্যতম আন্তর্জাতিক ট্রি সিটি হিসাবে স্বীকৃতি লাভ করে । শুধু তাই নয়, যুক্তরাজ্যের সবুজতম শহর হওয়ার পাশাপাশি শেফিল্ডকে অসলোর পরে ইউরোপের দ্বিতীয় সবুজ শহরের উপাধি  দিয়ে ইয়র্কশায়ারকে গৌরবান্বিত করেছে।
এই স্নিগ্ধ শহরে যুগে যুগে জন্ম নিয়েছেন অনেক বৃটিশ কবি এর মধ্যে অন্যতম হলেন ১৮ শতকের বিখ্যাত ইংরেজ কবি ইবেনেজার এলিয়ট তিনি The Poet of the Poor দরিদ্র মানুষের কবি" নামে পরিচিত ছিলেন। তিনি শিল্প বিপ্লবের সময়কার সামাজিক বৈষম্য ও দরিদ্র মানুষের দুর্দশার চিত্র তার কবিতায় ফুটিয়ে তুলেছিলেন। ছোটবেলা থেকেই তিনি দারিদ্র্য ও সামাজিক অবিচারের সাক্ষী ছিলেন। তার কবিতায় এই অভিজ্ঞতা প্রতিফলিত হয়েছে। এলিয়ট শ্রমিক শ্রেণীর জীবন এবং তাদের সংগ্রামকে সমর্থন করতেন। তিনি "দ্য স্পাইডার্স" (The Spider's Eye) সহ বেশ কিছু উল্লেখযোগ্য কবিতা রচনা করেছেন, যেখানে তিনি শ্রমিক শ্রেণীর দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরেছেন।
শেফিল্ড সাহিত্য একাডেমি গত রবিবার ১৩ জুলাই চতুর্থ বারের মতো অনুষ্ঠিত হলো শব্দ উৎসব।এই উৎসবে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে লন্ডন,বার্মিংহাম,ম্যানচেস্টার,লিডস,লিভারপুল,ওল্ডহাম ও হাইড থেকে জড়ো হন কবি,লেখক,সাহিত্যিক ও সাংবাদিক ।প্রবাসে বাঙালাবাসি কবি লেখকদের মিলন মেলা।
কবির কন্ঠে স্বরচিত কবিতা পাঠ,আবৃত্তি,গান ও কৌতুক নিয়ে অনুষ্ঠান চলে প্রায় আট ঘণ্টা।
লেখা পাঠে যারা অংশনেন তারা হলেন কবি ইকবাল হোসেন বুলবুল, কবি এ কে এম আব্দুল্লাহ,কবি মোহাম্মাদ ইকবাল,কবি তাবেদার রসুল বকুল,কবি মাশুক ইবনে আনিস,কবি ও ছড়াকার দিলু নাসের,কবি ফারুক আহমেদ রনি,গবেষক ফারুক আহমেদ,কবি আবু মকসুদ,কবি আহমেদ হোসেন হেলাল,কবি নূরুল হক,কবি সুলতানা সাদিক রোজি,কবি স্মৃতি আজাদ,কবি এমদাদ তালুকদার,কবি মাফুজা রহমান,কবি মুজিবুল হক মনি, কবি সৈয়দ হিলাল, কবি সাগর রহমান, কবি হাফসা ইসলাম,কবি সালাহউদ্দিন তালুকদার সুমন,কবি নূরুল ইসলাম সোহাগ,কবি উদয় শংকর দুর্জয়,কবি মোশাহিদ খান,কবি প্রবাল চৌধুরী,কবি নাজমা ইয়াসমিন,কবি আনেয়ার রেজা,কবি সৈয়দ ফরহাদ,কবি ফয়েজ,কবি আসমা মতিন,চিত্রনায়িকা সোনিয়া আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আমিনুল হক ওয়েছ,সাংবাদিক আবু সাইদ চৌধুরী সাদী, সাংবাদিক আজাদ মোহাম্মাদ, সাংবাদিক সৈয়দ নাসির আহমেদ ও সাংবাদিক মোহাম্মদ মারুফ প্রমুখ।
আবৃত্তিতে যারা অংশনেন তারা হলেন কবি সিতু চৌধুরী ও কবি ইফাত মিতুল।কৌতুক এ অংশ নেন আহমেদ সাওদাগর শায়েক।অনুষ্ঠানের শেষ ভাগে ছিলো সংগীত সন্ধ্যা।সংগীতে যারা অংশনেন সোমা দাস, এম কে তালুকদার কলমদর ও আহমেদ সোওদাগর শায়েক ও স্হানীয় শিল্পীবৃন্দ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কবি আবু মকসুদ,কবি ইকবাল হোসেন বুলবুল ও কবি সিতু চৌধুরী ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেফিল্ড সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক কবি নূরুল হক ও সভাপতিত্ব করেন শেফিল্ড সাহিত্য একাডেমির সভাপতি কবি আহমেদ হোসেন হেলাল।
লন্ডনের পর শেফিল্ড শহরে বাঙালি কবিদের বড় মিলন মেলা অনুষ্ঠিত হলো।
১৭ জুলাই ২০২৫

সর্বশেষ

জনপ্রিয়