চারঘাট রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

রাজশাহীর চারঘাট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। দি এশিয়ান এজের জেলা প্রতিনিধি ওবায়দুল ইসলাম (রবি) সভাপতি এবং দৈনিক মানবকণ্ঠ ও দি এশিয়ান এজের উপজেলা প্রতিনিধি খোরশেদ আলম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত সিআরইউ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। সভা শেষে আনুষ্ঠানিকভাবে রেজুলেশনের মাধ্যমে কমিটির পুনর্গঠনের ঘোষণা দেন নবনির্বাচিত সভাপতি ওবায়দুল ইসলাম। এ সময় সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
চারঘাট রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু হয় ২০২০ সালে। প্রতিষ্ঠার পর থেকে গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে ১৫ জন সদস্য নিয়ে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করে আসছে। স্থানীয় সাংবাদিকতায় পেশাদারিত্ব, ইতিবাচক ভূমিকা এবং সুনামের সাথে সংগঠনটি ইতোমধ্যে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। এই সংগঠনে রয়েছেন সাংবাদিকতার পাশাপাশি ব্যবসায়ী, শিক্ষক, বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।
সভার মাধ্যমে গঠিত নতুন কমিটি আগামী দিনগুলোতে স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন ও চারঘাট উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করে।