শুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
Friday , 29 August 2025
০৫ রবিউল আউয়াল ১৪৪৭

শেখ জাফর আহমদ

প্রকাশিত: ০৬:৩৫, ২৯ মার্চ ২০২৫

আপডেট: ০৬:৩৯, ২৯ মার্চ ২০২৫

ম্যানচেষ্টার সিটি আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ম্যানচেষ্টার সিটি আওয়ামী লীগের  উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ম্যানচেষ্টার সিটি আওয়ামী লীগ  উদ্যোগে, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন 

গত ২৭ শে মার্চ রোজ বৃহস্পতিবার, রাত ১১ ঘটিকার সময়, স্থানীয় গ্রেটার ম্যানচেষ্টারের - ব্রেডবারী এলাকায় শাহবাজ রেষ্টুরেন্টে, ম্যানচেষ্টার সিটি আওয়ামী লীগ  উদ্যোগে, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে,  এক আলোচনা সভার আয়োজন করা হয়।  সংগঠনের সভাপতি অয়েছ কামালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জাফর আহমদের পরিচালনায়, সর্বপ্রথম পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, উক্ত সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ ইয়াওর আহমেদ। সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,  যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনেত সহ সভাপতি গনী আহমেদ চৌধুরী, সহ সভাপতি আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,  সাংগঠনিক সম্পাদক উবায়দুর রহমান বকুল,  সর্ব ইউরোপ বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি তুলসী ভৌমিক,  গ্রেটার ম্যানচেস্টার যুবলীগের সভাপতি সামছু মিয়া, ওল্ডহ্যাম যুবলীগের সভাপতি সৈয়দ সাদেক আহমেদ,  ম্যানচেষ্টার সিটি আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আনসার উদ্দীন, আতাউর রহমান,  শেখ ইয়াওর আহমেদ,  সেলিম মকসুদ,  জাহাঙ্গীর হোসেন,  ছাত্রনেতা ফারদিন হাছান অর্নব, সহ সংগঠনের নেতৃবৃন্দ। 
সভায় বক্তারা বাংলাদেশের সার্বিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। দলীয় নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা, হামলা, নির্মম নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান। মহান স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, আগামীর স্বনির্ভর বাংলাদেশ গড়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ

জনপ্রিয়