মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
Tuesday , 14 October 2025
২১ রবিউস সানি ১৪৪৭

তাবেদার রসুল বকুল, ম‍্যানচেসটার থেকে (যুক্তরাজ্য)

প্রকাশিত: ২৩:২৯, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৬:৫৬, ১৮ সেপ্টেম্বর ২০২৫

লন্ডনে জমকালো আয়োজনে শেষ হলো ত্রয়োদশ বাংলায় বইমেলা

লন্ডনে জমকালো আয়োজনে শেষ হলো ত্রয়োদশ বাংলায় বইমেলা

লন্ডনে অনুষ্ঠিত হলো প্রবাসী বাঙালিদের অন্যতম সাংস্কৃতিক আয়োজন “বাংলায় বইমেলা”র ত্রয়োদশ আসর ২০২৫। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি ও প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক চর্চা এবং সাহিত্যপ্রেমের অনন্য প্রতিফলন এ আয়োজন। গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর লন্ডনের ব্র্যাডিআট সেন্টারে অনুষ্ঠিত এ মেলায় দুই দিনব্যাপী ভিড় জমেছিল লেখক, পাঠক, গবেষক, সাংবাদিক ও সংস্কৃতিপ্রেমীদের।

আয়োজক ছিল সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্য। দুপুর ২টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মাহমুদ শাহ্ কোরেশী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কবি শামীম আজাদ, একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী শুভ্র দেব, কানাডা প্রবাসী কবি আবুল হাসিব ও কবি রোকসানা লেইস।

এবারের মেলায় গুণিজন পদক পেয়েছেন কবি আতাউর রহমান মিলাদ, সাহিত্য পদক পেয়েছেন ছড়াকার দিলু নাসের, আর বেস্ট পারফরমার পদকে ভূষিত হয়েছেন কবি মোসাইদ খান ও নাট্যকর্মী স্মৃতি আজাদ।

দেশের শীর্ষস্থানীয় প্রকাশনী যেমন ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, সাহিত্য প্রকাশ, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, স্বরবৃত্ত প্রকাশক, পরিবার পাবলিকেশন, কবি প্রকাশনী, অনিন্দ্য প্রকাশ, অন্বেষা প্রকাশন ও অভ্র প্রকাশ অংশগ্রহণ করে। নতুন বইয়ের মোড়ক উন্মোচন, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক পরিবেশনা ও সাহিত্য আলোচনার মাধ্যমে বইমেলা হয়ে ওঠে প্রাণবন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি উদয় শংকর দুর্জয়, আর সভাপতিত্ব করেন সভাপতি কবি মোহাম্মাদ ইকবাল। মেলার প্রথম দিনই বিপুলসংখ্যক দর্শক, কবি-লেখক ও সাহিত্যপ্রেমীর উপস্থিতিতে অনুষ্ঠান প্রবাসে রূপ নেয় এক মিলনমেলায়।

প্রবাসে থেকেও এ ধরনের আয়োজন যে বাঙালিদের শিকড় ও সংস্কৃতির প্রতি অটুট টান তৈরি করে, ত্রয়োদশ বাংলায় বইমেলা তা আবারও প্রমাণ করল।

সর্বশেষ

জনপ্রিয়