সুনামগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে’র সাধারণ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র দ্বিবার্ষিক সাধারণ সভা লন্ডনে অনুষ্ঠিত
লন্ডন প্রতিনিধি ॥ লন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র দ্বিবার্ষিক সাধারণ সভা (বিজিএম)। ১৪ সেপ্টেম্বর (রবিবার) অনুষ্ঠিত এই সভায় সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়।
সভায় প্রধান অতিথি ছিলেন প্রাক্তন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ এমপি রুশনারা আলী ও মেয়র পদপ্রার্থী কাউন্সিলর সিরাজুল ইসলাম।
নবনির্বাচিত কমিটি
সভায় পরবর্তী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
-
চেয়ারম্যান: ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান
-
সাধারণ সম্পাদক: প্রাক্তন কাউন্সিলর রুহুল আমিন
-
কোষাধ্যক্ষ: মোহাম্মদ আবু ইয়াসিন (সুমন)
-
সিনিয়র ভাইস চেয়ারম্যান: কাইয়ুম মিয়া
অতিথিদের শুভেচ্ছা
অতিথিরা তাঁদের বক্তব্যে সংগঠনের কার্যক্রমকে প্রশংসা করেন এবং নবনির্বাচিত কমিটির প্রতি শুভকামনা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের প্রাক্তন স্পিকার আহবাব মিয়া, কাউন্সিলর বদরুল ইসলাম, কাউন্সিলর ফয়জুর রহমান ও সংগঠনের প্রাক্তন চেয়ারম্যান আরমান আলী।