মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
Tuesday , 14 October 2025
২১ রবিউস সানি ১৪৪৭

প্রকাশিত: ১২:২৬, ১৬ সেপ্টেম্বর ২০২৫

চীন ও স্লোভেনিয়ার কূটনৈতিক বন্ধুত্ব জোরদার

চীন ও স্লোভেনিয়ার কূটনৈতিক বন্ধুত্ব জোরদার

চীনা কমিউনিটি পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শনিবার লুব্লিয়ানায় স্লোভেনিয়ার উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

বৈঠকের পর যৌথ প্রেস ব্রিফিংয়ে ওয়াং ই জানিয়েছেন, বন্ধুত্বপূর্ণ পরিবেশে একাধিক বিষয়ে ঐকমত্য হয়েছে। তিনি বলেন, চীন সব ধরনের দেশকে সমানভাবে মূল্যায়ন করে এবং তার কূটনৈতিক নীতি ধারাবাহিকভাবে একই রকম। ৩০ বছরেরও বেশি সময় ধরে চীন স্লোভেনিয়াকে সমানভাবে বিবেচনা করেছে এবং পারস্পরিক সুবিধা ও সহযোগিতার নীতি অনুসরণ করে আসছে।

ওয়াং ই আরও উল্লেখ করেন, চলতি বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে চীনের অবদানের ৮০তম বার্ষিকী। বর্তমান আন্তর্জাতিক অস্থিরতা ও সংঘাতের মধ্যে, চীন ও ইউরোপের উচিত প্রতিপক্ষ না হয়ে, বন্ধু হিসেবে সহযোগিতা জোরদার করা।

তিনি বলেন, জাতিসংঘের ৮০তম বার্ষিকীতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ‘বৈশ্বিক প্রশাসন উদ্যোগ’ প্রস্তাব করেছেন। এই উদ্যোগের মাধ্যমে চীন ইউরোপীয় দেশগুলোর সঙ্গে কাজ করতে চায়, যা আন্তর্জাতিক স্থিতিশীলতা ও ইতিবাচক প্রভাব বৃদ্ধি করবে।

সূত্র: ওয়াং হাইমান-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ

সর্বশেষ

জনপ্রিয়