রোববার , ০৯ নভেম্বর ২০২৫
Sunday , 09 November 2025
১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৩৬, ১২ অক্টোবর ২০২৫

আজ শোবিজ অঙ্গণের পাঁচ তারকার জন্মদিন

আজ শোবিজ অঙ্গণের পাঁচ তারকার জন্মদিন
ছবি: সংগৃহীত

আজ (১২ অক্টোবর) দিনটি যেন বিনোদন অঙ্গনের জন্য বিশেষ এক উৎসব। কারণ আজকের দিনেই জন্মেছেন দেশের জনপ্রিয় পাঁচ অভিনেত্রী মেহের আফরোজ শাওন, কেয়া, সোহানা সাবা, মৌসুমী হামিদ ও নাদিয়া আফরিন মিম। ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন তারা সবাই।

জানা গেছে, এ বছর কেউই জমকালো আয়োজন রাখেননি। বরং পরিবার ও কাছের মানুষদের সঙ্গে সময় কাটিয়ে জন্মদিন উদযাপন করছেন নীরবে।

মেহের আফরোজ শাওন, অভিনেত্রী, পরিচালক, গায়িকা ও স্থপতি—বহুমুখী প্রতিভার অধিকারী তিনি। ১৯৮১ সালের এই দিনে জন্ম নেয়া শাওন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী। ১৯৯৬ সালে হুমায়ূনের ‘নক্ষত্রের রাত’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয়জীবন শুরু। এরপর অসংখ্য জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন। পরিচালনায়ও রেখেছেন দক্ষতার ছাপ; তার নির্মিত সিনেমা ‘কৃষ্ণপক্ষ’ দর্শকমহলে প্রশংসিত হয়।

সোহানা সাবা, ছোটপর্দা থেকে বড়পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে জায়গা করে নিয়েছেন। ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’-এর মতো ছবিতে অনবদ্য অভিনয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। পাশাপাশি প্রযোজক হিসেবেও সুনাম কুড়িয়েছেন এই অভিনেত্রী।

কেয়া, ১৪ বছর বয়সে চলচ্চিত্রে অভিষেক ঘটে মনতাজুর রহমান আকবরের ‘কঠিন বাস্তব’ সিনেমায়। সময়ের সঙ্গে তিনি হয়েছেন বাণিজ্যিক সিনেমার এক পরিচিত মুখ।

মৌসুমী হামিদ, ২০১০ সালের লাক্স সুপারস্টার প্রতিযোগিতা থেকে উঠে আসা এই অভিনেত্রী এখন টিভি ও চলচ্চিত্রে সমানতালে কাজ করছেন।

নাদিয়া আফরিন মিম, ২০১৪ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার চ্যাম্পিয়ন। এরপর থেকেই নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত তিনি।

সর্বশেষ

জনপ্রিয়