দৌড়ালেন ফোকাস টিভির সিইও আমিনুল হক ওয়েছ ও ডা. তাহসিন চৌধুরী

বাংলাদেশের অনাথ শিশুদের সহায়তায় ম্যানচেস্টার হাফ ম্যারাথনে দৌড়ালেন ফোকাস টিভির সিইও আমিনুল হক ওয়েছ ও ডা. তাহসিন চৌধুরী
মানবতার কল্যাণে এক অনন্য উদ্যোগে অংশ নিলেন ফোকাস টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিনুল হক ওয়েছ এবং বিশিষ্ট চিকিৎসক ডা. তাহসিন চৌধুরী। তাঁরা সম্প্রতি ম্যানচেস্টার হাফ ম্যারাথনে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের অনাথ শিশুদের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে।
এই তহবিল ইউ ডোনেট ফাউন্ডেশন (YDF) কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি অনাথ আশ্রমে ব্যয় করা হবে। সংগৃহীত অর্থের মাধ্যমে অসহায় অনাথ শিশুদের চিকিৎসা সহায়তা, শিক্ষা এবং দৈনন্দিন যত্ন নিশ্চিত করা হবে।
আমিনুল হক ওয়েছ জানান, “প্রতিটি অনুদানই একটি শিশুর জীবনে আলো ছড়াতে পারে। আমরা চাই, সমাজের প্রতিটি মানুষ এই মানবিক উদ্যোগের অংশ হোক।”
উল্লেখ্য, YDF দীর্ঘদিন ধরে বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে আসছে।