সমালোচনার জবাবে মুখ খুললেন তনির নতুন স্বামী

আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁর স্বামীর নাম মো. সিদ্দিক। স্বামীর জন্মদিনে একগুচ্ছ ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানানোর মাধ্যমেই বিয়ের খবর প্রকাশ্যে আনেন তনি। তবে দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইনের মৃত্যুর বছর না ঘুরতেই বিয়ে করায় তাঁকে ঘিরে শুরু হয় সমালোচনার ঝড়।
এই সমালোচনার জবাব দিতে মুখ খুলেছেন তনির নতুন স্বামী সিদ্দিক। মঙ্গলবার (১৪ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “গতকাল আমি ঘোষণা করেছি যে তনি এখন আমার স্ত্রী। তারপর থেকে দেখছি আমাদের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। সবার ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ। তবে অনেকে এমন বিষয় নিয়ে মতামত দিচ্ছেন যা তারা জানেন না।”
সিদ্দিক আরও লেখেন, “কেউ কেউ আমার অতীত, প্রাক্তন স্ত্রী এবং আমার নাবালক সন্তানদের নিয়ে মন্তব্য করছেন—যা মোটেও ঠিক নয়। আমার বিবাহবিচ্ছেদ হয়েছে ছয় বছর আগে। আমার প্রাক্তন স্ত্রী এখন নিজের জীবনে ব্যস্ত। আমার সন্তানরা সম্পূর্ণ নির্দোষ—তাদের গোপনীয়তা সম্মান করা উচিত।”
তিনি বলেন, “আমি এবং তনি দুজনেই প্রাপ্তবয়স্ক। আমরা আইনসিদ্ধভাবে একসাথে নতুন অধ্যায় শুরু করেছি। তনি একজন বিধবা। আমরা কোনো আইন ভঙ্গ করিনি বা কাউকে অসম্মান করিনি। আমরা শুধু ভালোবাসা বেছে নিয়েছি—এটা সম্মানের দাবিদার।”
সবশেষে সিদ্দিক আহ্বান জানান, “চলুন নেতিবাচকতা নয়, দয়া ও ইতিবাচকতায় মনোযোগ দিই। যারা আমাদের ব্যক্তিগত জীবনকে সম্মান করছেন, তাদের ধন্যবাদ।”
সিদ্দিকের পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে তনি লিখেছেন, “না জেনে না বুঝে বাচ্চাদের যাঁরা আলোচনায় টানেন—এটা খুবই খারাপ। তবে আমাকে নিয়ে পোস্ট দিলে অসুবিধা নেই, এতে আমার আইডিতে ফলোয়ার বাড়ে!”