মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
Tuesday , 14 October 2025
২১ রবিউস সানি ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:০১, ২৫ সেপ্টেম্বর ২০২৫

থাই সুন্দরীর গোপন ভিডিও ফাঁস, বাতিল হলো মুকুট 

থাই সুন্দরীর গোপন ভিডিও ফাঁস, বাতিল হলো মুকুট 
ছবি: সংগৃহীত

মাত্র একদিনের ব্যবধানে সুখ থেকে দুঃস্বপ্নে পড়লেন থাইল্যান্ডের সুন্দরী সুপান্নি নয়ননথং। মিস গ্র্যান্ড প্রাচুয়াপ খিরি খান ২০২৬ প্রতিযোগিতার মুকুট জেতার পরদিনই অনলাইনে তার একাধিক বিতর্কিত ভিডিও ফাঁস হওয়ায় আয়োজক কমিটি তার খেতাব বাতিল করে।

২০ সেপ্টেম্বর বিজয়ী ঘোষণার আনন্দে ভাসছিলেন সুপান্নি। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার ই-সিগারেট টানার, স্বচ্ছ লাঞ্জারি পরে নাচার এবং ব্যক্তিগত সেক্স টয় ব্যবহারের ভিডিও ছড়িয়ে পড়ে। পরদিনই আয়োজক কমিটি জানায়, এই আচরণ প্রতিযোগিতার চেতনা ও নীতিমালার সঙ্গে অসঙ্গত। তাই তার খেতাব বাতিল করা হয়েছে।

২৭ বছর বয়সি সুপান্নি ফেসবুকে এক আবেগঘন পোস্টে ক্ষমা চান। তিনি লেখেন, অতীতে অর্থনৈতিক সংকট ও মায়ের চিকিৎসার খরচ চালাতে নগ্ন ফটোশুট ও ‘ওনলি ফ্যানস’-এ কনটেন্ট তৈরি করতে হয়েছিল। তবে ওই ভিডিওগুলো তার অনুমতি ছাড়া অবৈধ জুয়া সাইটে ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি এবং আইনি পদক্ষেপ নেবেন বলে জানান। একইসঙ্গে তিনি স্বীকার করেন, এটি তার জীবনে বড় শিক্ষা এবং ভবিষ্যতে নিজের আচরণে সতর্ক থাকবেন।

২৩ সেপ্টেম্বর টিভি অনুষ্ঠানে এক পরিচালক ও আইনজীবীর সঙ্গে হাজির হয়ে সুপান্নি মুকুট ধরে রাখার সুযোগ চান। কিন্তু আইনজীবী চুক্তির একটি ধারা উল্লেখ করেন, যেখানে অশালীন ছবি বা ভিডিও প্রকাশ কঠোরভাবে নিষিদ্ধ। সুপান্নি স্বীকার করেন, তিনি পুরো চুক্তি পড়েননি। আইনজীবী সতর্ক করেন, এই অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে। বিষয়টি শুনে তিনি বিস্মিত হন।

সর্বশেষ

জনপ্রিয়